০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় একদিনে মাদ্রাসাছাত্রসহ ৩ জনের লাশ উদ্ধার বুড়িচংয়ে বিএনপির সভাপতির নাম ব্যবহার করে অপপ্রচার; তীব্র নিন্দা কুবিতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় জড়িতদের তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন হোমনায় চার দিন ধরে নিখোঁজ সাংবাদিক দিদার, পরিবারের সন্দেহ অপহরণ বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটি গঠন কুমিল্লায় ৩ হাজার টাকায় স্ত্রীকে বিক্রি; তিনদিন ধরে ধর্ষণ, নোয়াখালীর ৫ যুবক গ্রেফতার বাজগড্ডায় জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির উদ্যোগে ঈদে মাজিউন্নাবী (সা.) মাহফিল শিল্পকলা একাডেমীর মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে কুমিল্লায় ফুলেল সংবর্ধনা চৌদ্দগ্রামে তুলাপুষ্কুরণী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা আলী হোসেন সজিব বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্বাচিত

কুমিল্লায় মন্ত্রীর মেয়ের জন্মদিন পালন; ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল ছাত্রদল

  • তারিখ : ০৪:৪৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • 165

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার লালমাইয়ে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ওরফে লোটাস কামালের মেয়ের জন্মদিন পালন ও শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ায় এক ছাত্রলীগ নেতাকে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাগমারা বাজারে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।

আটক ছাত্রলীগ নেতার নাম মনির হোসেন (২৩)। তিনি উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের শিকারপুর গ্রামের করিম আলীর ছেলে ও একই ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।

জানা গেছে, সোমবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামালের বাড়ি সংলগ্ন জামান ফিলিং স্টেশনের সামনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নাফিসা কামালের জন্মদিন উপলক্ষে কেক কাটেন স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা। সে সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামাল ও তার মেয়ে নাফিসা কামালের নাম ধরে বিভিন্ন স্লোগান দেন ছাত্রলীগ নেতা মনির হোসেন।

আরও জানা গেছে, মঙ্গলবার বিকেলে কেক কাটা ও স্লোগানের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। লালমাই উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক কামরুল হাসান লোকমান ও বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রদল নেতা শরিফ হোসেন সোহেলের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা বাগমারা বাজারে ধাওয়া করে ছাত্রলীগ নেতা মনির হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

লালমাই থানার ওসি মো. শাহ আলম বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মনির হোসেনকে মঙ্গলবার সন্ধ্যায় থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (২৩ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লায় মন্ত্রীর মেয়ের জন্মদিন পালন; ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল ছাত্রদল

তারিখ : ০৪:৪৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার লালমাইয়ে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ওরফে লোটাস কামালের মেয়ের জন্মদিন পালন ও শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ায় এক ছাত্রলীগ নেতাকে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাগমারা বাজারে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।

আটক ছাত্রলীগ নেতার নাম মনির হোসেন (২৩)। তিনি উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের শিকারপুর গ্রামের করিম আলীর ছেলে ও একই ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।

জানা গেছে, সোমবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামালের বাড়ি সংলগ্ন জামান ফিলিং স্টেশনের সামনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নাফিসা কামালের জন্মদিন উপলক্ষে কেক কাটেন স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা। সে সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামাল ও তার মেয়ে নাফিসা কামালের নাম ধরে বিভিন্ন স্লোগান দেন ছাত্রলীগ নেতা মনির হোসেন।

আরও জানা গেছে, মঙ্গলবার বিকেলে কেক কাটা ও স্লোগানের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। লালমাই উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক কামরুল হাসান লোকমান ও বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রদল নেতা শরিফ হোসেন সোহেলের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা বাগমারা বাজারে ধাওয়া করে ছাত্রলীগ নেতা মনির হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

লালমাই থানার ওসি মো. শাহ আলম বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মনির হোসেনকে মঙ্গলবার সন্ধ্যায় থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (২৩ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।