০৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার দেবিদ্বারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু কুমিল্লার দাউদকান্দিতে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৫ বুড়িচংয়ে পূজা উদযাপনে থাকবে সেনাবাহিনী-পুলিশের নিরাপত্তা বলয় বুড়িচংয়ে ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৫ লক্ষ টাকার ওষুধ বিতরণ ইমোর মাধ্যমে প্রবাসীর সঙ্গে পরিচয়, কুমিল্লার দুলাল হত্যার পেছনের মূল কারণ কুমিল্লার মনোহরগঞ্জে চার গাড়ির সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ কুমিল্লার মুরাদনগরে পরিত্যক্ত মুরগির খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় স্কুল শেষে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থীর চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ‎ব্রাহ্মণপাড়ায় মোটরসাইকেল ফেলে পালালেন দুই যুবক, ৪ কেজি গাঁজা উদ্ধার

কুমিল্লায় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

  • তারিখ : ০৫:৩৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • 13

নেকবর হোসেন।।
মাদক নিয়ন্ত্রণ আইনে কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) করা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন রোববার এ দণ্ডাদেশ দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুজন হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার জয়নাল আবেদীন ও কুতুবদিয়া উপজেলার করল্লাপাড়া গ্রামের মোবারক হোসেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৯ সালের ৭ অক্টোবর বিকেলে কুমিল্লার জেলা ডিবি মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান চালায়। জেলার আলেখারচর বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মাদকবিরোধী অভিযান চালানোর সময় পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করতে থাকে।

তল্লাশির সময় একটি গাড়ির চালক তল্লাশিচৌকি পাশ কাটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একটু দূরেই সেটিকে রোড ব্যারিকেড দিয়ে থামানো হয়। ওই সময় গাড়ি ও গাড়ির ভেতরে থাকা ব্যক্তিদের দেহ তল্লাশি করে ১৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে ডিবি।

এ ঘটনায় কুমিল্লা ডিবির এসআই ইকতিয়ার উদ্দিন বাদী হয়ে আটক জয়নাল আবেদীন মোল্লা, মোবারক হোসেন ও কামাল হোসেনসহ পলাতক আহাম্মদ কবির ও শাকিলের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

আদালতে বিচার চলাকালে মামলার বাদীপক্ষের ১৩ জন সাক্ষীর মধ্যে সাতজন এবং আসামিপক্ষে একজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আসামি জয়নাল আবেদীন মোল্লা ও মোবারক হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে তাদের আরও ছয় মাসের কারাদণ্ড দেয়ার আদেশ দেন বিচারক।

রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি জাকির হোসেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী কাজী জসিম উদ্দিন।

error: Content is protected !!

কুমিল্লায় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

তারিখ : ০৫:৩৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩

নেকবর হোসেন।।
মাদক নিয়ন্ত্রণ আইনে কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) করা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন রোববার এ দণ্ডাদেশ দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুজন হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার জয়নাল আবেদীন ও কুতুবদিয়া উপজেলার করল্লাপাড়া গ্রামের মোবারক হোসেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৯ সালের ৭ অক্টোবর বিকেলে কুমিল্লার জেলা ডিবি মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান চালায়। জেলার আলেখারচর বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মাদকবিরোধী অভিযান চালানোর সময় পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করতে থাকে।

তল্লাশির সময় একটি গাড়ির চালক তল্লাশিচৌকি পাশ কাটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একটু দূরেই সেটিকে রোড ব্যারিকেড দিয়ে থামানো হয়। ওই সময় গাড়ি ও গাড়ির ভেতরে থাকা ব্যক্তিদের দেহ তল্লাশি করে ১৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে ডিবি।

এ ঘটনায় কুমিল্লা ডিবির এসআই ইকতিয়ার উদ্দিন বাদী হয়ে আটক জয়নাল আবেদীন মোল্লা, মোবারক হোসেন ও কামাল হোসেনসহ পলাতক আহাম্মদ কবির ও শাকিলের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

আদালতে বিচার চলাকালে মামলার বাদীপক্ষের ১৩ জন সাক্ষীর মধ্যে সাতজন এবং আসামিপক্ষে একজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আসামি জয়নাল আবেদীন মোল্লা ও মোবারক হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে তাদের আরও ছয় মাসের কারাদণ্ড দেয়ার আদেশ দেন বিচারক।

রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি জাকির হোসেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী কাজী জসিম উদ্দিন।