কুমিল্লায় মানসিক ভারসাম্যহীন ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যু

জহিরুল হক বাবু।।
কুমিল্লার লাকসামে মানসিক ভারসাম্যহীন ছেলের দাঁয়ের কোপে নুর জাহান বেগম (৯০) মায়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল তিনটায় লাকসাম উপজেলার উত্তর এলাইস গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভারসাম্যহীন আসাদুজ্জামান বাহার (৫০) কে আটক করে স্থানীয়রা পুলিশের সোপর্দ করে।

স্থানীয় ইউপি সদস্য হানিফ সরকার ঘটনার সততা নিশ্চিত করে জানায়, আসাদুজ্জামান বাহার দীর্ঘ ২০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন।

শুক্রবার বিকেলে মা নুরজাহান বেগম ঘরে বসে ছিল। ছেলে আসাদুজ্জামান হঠাৎ করে উত্তেজিত হয়ে রান্না ঘর থেকে বটি দা নিয়ে মাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে এই ঘটনাস্থলেই নুরজাহান বেগমের মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন বাহার কে আটক করে থানা পুলিশকে খবর দেয়।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহাবুদ্দিন জানায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছেন এছাড়াও ছেলে আসাদুজ্জামান বাহার কে আটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page