০৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন, কোনো শক্তিই ঠেকাতে পারবে না: কুমিল্লায় প্রেস সচিব কুমিল্লায় হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার আহত প্রবাসী সেলিমের দেশে ফেরার টিকিট দিলেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার মুরাদনগরে পতিতাবৃত্তি ও মানবপাচার ব্যবসার অভিযোগে ৬ জন গ্রেপ্তার কুমিল্লায় রেলস্টেশনে টাস্কফোর্স অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা কুমিল্লা- ৬ আসনে হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবিতে মশাল মিছিল বুড়িচংয়ে যুবলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন আটক কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু কুবিতে রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার বিফোর ডিগ্রি’

কুমিল্লায় মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের খাদ্যপণ্য বিক্রি, নূর ট্রেডার্সকে ১ লক্ষ টাকা জরিমানা

  • তারিখ : ১১:২৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • 60

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার আদর্শ সদরে মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের খাদ্যপণ্য বিক্রি ও মজুদের অভিযোগে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) বিকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কুমিল্লা হাউজিং স্টেট এলাকার নূর ট্রেডার্স প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিএসটিআইয়ের গুণগত মান পরীক্ষা ও মোড়কজাত সনদ ছাড়াই ‘ব্ল্যাক টি’ ও ‘সরিষার তেল’ বিক্রি ও বিতরণের অভিযোগ পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটির গুদামে মেয়াদোত্তীর্ণ ‘ব্ল্যাক টি’ মজুদ করে বিক্রির প্রস্তুতি নেওয়া হয়েছিল।

এই অনিয়মের জন্য “বিএসটিআই আইন-২০১৮” এবং “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উভয় আইনে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতটি কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা এবং শ্রী রতন কুমার দত্তের নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা ইকবাল আহাম্মদ, ফিল্ড অফিসার (সিএম) এবং প্রকৌশলী আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেট্রোলজি)।

বিএসটিআই ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তা অধিকার রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তারা সতর্ক করেছেন।

error: Content is protected !!

কুমিল্লায় মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের খাদ্যপণ্য বিক্রি, নূর ট্রেডার্সকে ১ লক্ষ টাকা জরিমানা

তারিখ : ১১:২৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার আদর্শ সদরে মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের খাদ্যপণ্য বিক্রি ও মজুদের অভিযোগে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) বিকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কুমিল্লা হাউজিং স্টেট এলাকার নূর ট্রেডার্স প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিএসটিআইয়ের গুণগত মান পরীক্ষা ও মোড়কজাত সনদ ছাড়াই ‘ব্ল্যাক টি’ ও ‘সরিষার তেল’ বিক্রি ও বিতরণের অভিযোগ পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটির গুদামে মেয়াদোত্তীর্ণ ‘ব্ল্যাক টি’ মজুদ করে বিক্রির প্রস্তুতি নেওয়া হয়েছিল।

এই অনিয়মের জন্য “বিএসটিআই আইন-২০১৮” এবং “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উভয় আইনে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতটি কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা এবং শ্রী রতন কুমার দত্তের নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা ইকবাল আহাম্মদ, ফিল্ড অফিসার (সিএম) এবং প্রকৌশলী আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেট্রোলজি)।

বিএসটিআই ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তা অধিকার রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তারা সতর্ক করেছেন।