কুমিল্লায় যুবদল-সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল, পুলিশের বাঁধা

মোঃ জহিরুল হক বাবু।।
বিএনপির ভাইস-চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মীনি ডাঃ জোবায়দা রহমার এর বিরুদ্ধে রায় ঘোষনার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা দক্ষিন জেলা ও মহানগর যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

বৃহস্পতিবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর কান্দিরপাড় নিমতলী থেকে মিছিলটি বের হয়ে দলীয় কাযালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি। পরে দলীয় কাযালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিন জেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, মহানগর যুবদলের আহবায়ক ফয়সালুর রহমান পাবেল, সদস্য সচিব রোমান হাসান, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি নজরুল ইসলাম, সদস্য সচিব ভিপি আব্দুল্লাহ।

মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন পারভেজ, সাধারণ সম্পাদক আমিরুল পাশা সিদ্দিক রাকিব, জেলা ছাত্রদলের সভাপতি নাদিমুর রহমান শিশির, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক আক্তার হোসেনসহ অন্যরা।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page