০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ছাত্রলীগের কর্মী সন্দেহে স্কুলছাত্র গ্রেপ্তার, বার্ষিক পরীক্ষা দিতে পারল না চৌদ্দগ্রামে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কুমিল্লা কারাগারে গাঁজাসহ দর্শনার্থীকে আটক, তিন মাসের কারাদণ্ড আমাকে সুযোগ দিন আমি হতাশ করব না- মনিরুল হক চৌধুরী অতীতের বেইমানরা আজও আছে; মানুষ বদলায়, কিন্তু বেইমানির স্বভাব বদলায় না -হাজী ইয়াছিন কুমিল্লায় জাতীয়তাবাদী সংগ্রামদলের মানববন্ধন; বিদ্যুৎ নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে মাফিয়াদের গুলিতে ৩ বাংলাদেশী যুবকের মৃত্যু কুমিল্লায় মহাসড়কে বাসের ধাক্কায় ড্রামট্রাক চালক নিহত বুড়িচংয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কুমিল্লায় রেললাইনের পাশে অটোরিকশা চালকের মরদেহ, স্বজনদের দাবি হত্যা

  • তারিখ : ১০:২৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
  • 46

নাঙ্গলকোট প্রতিনিধি।।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় রেললাইনের পাশ থেকে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট-হাসানপুর রেল স্টেশনের মাঝিপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে লাকসাম রেলওয়ে থানার এসআই আমিরুল ইসলাম জানান।

নিহত অটোরিকশা চালক মো. নুরুন্নবী (৩৮) নাঙ্গলকোট পৌর এলাকার খান্নাপাড়া গ্রামের প্রয়াত তিতা মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী তানিয়া আক্তার বলেন, “বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন নুরুন্নবী। হঠাৎ তার মোবাইল ফোনে একটি কল আসে। কলটি রিসিভ করে তিনি বাইরে যায়। ঘর থেকে বের হওয়ার সময় তিনি বলেন, ‘চলে আসতেছি তুমি ঘুমিয়ে পড়’।

“পরে আমি ঘুমিয়ে পড়ি। রাতে আর তিনি ঘরে ফেরেননি। সকালে খবর পাই রেললাইনের পাশে একটি মরদেহ পড়ে আছে। দ্রুত সেখানে গিয়ে দেখি নুরুন্নবী মরদেহ। তাকে হত্যা করে মরদেহ ফেলে গেছে দুর্বৃত্তরা।”

নিহতের বড় ভাই আনিসুল হক বলেন, “মরদেহ দেখে ট্রেনে কাটা মনে হচ্ছে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”

এসআই আমিরুল ইসলাম বলেন, মরদেহের মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

error: Content is protected !!

কুমিল্লায় রেললাইনের পাশে অটোরিকশা চালকের মরদেহ, স্বজনদের দাবি হত্যা

তারিখ : ১০:২৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩

নাঙ্গলকোট প্রতিনিধি।।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় রেললাইনের পাশ থেকে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট-হাসানপুর রেল স্টেশনের মাঝিপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে লাকসাম রেলওয়ে থানার এসআই আমিরুল ইসলাম জানান।

নিহত অটোরিকশা চালক মো. নুরুন্নবী (৩৮) নাঙ্গলকোট পৌর এলাকার খান্নাপাড়া গ্রামের প্রয়াত তিতা মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী তানিয়া আক্তার বলেন, “বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন নুরুন্নবী। হঠাৎ তার মোবাইল ফোনে একটি কল আসে। কলটি রিসিভ করে তিনি বাইরে যায়। ঘর থেকে বের হওয়ার সময় তিনি বলেন, ‘চলে আসতেছি তুমি ঘুমিয়ে পড়’।

“পরে আমি ঘুমিয়ে পড়ি। রাতে আর তিনি ঘরে ফেরেননি। সকালে খবর পাই রেললাইনের পাশে একটি মরদেহ পড়ে আছে। দ্রুত সেখানে গিয়ে দেখি নুরুন্নবী মরদেহ। তাকে হত্যা করে মরদেহ ফেলে গেছে দুর্বৃত্তরা।”

নিহতের বড় ভাই আনিসুল হক বলেন, “মরদেহ দেখে ট্রেনে কাটা মনে হচ্ছে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”

এসআই আমিরুল ইসলাম বলেন, মরদেহের মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।