কুমিল্লায় শিক্ষার্থীদের বীরত্বগাঁথা শুনালেন মুক্তিযোদ্ধারা

আলমগীর হোসেন।।
বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদের যুদ্ধকালীন বীরত্বগাঁথা শুনিয়েছেন বীর মুক্তিযোদ্ধাগণ।

বুধবার (৯ই আগষ্ট ২৩) সকালে জেলা শিল্পকলা মিলনায়তনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো: জহুরুল ইসলাম রোহেল।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিউলী রহমান তিন্নির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প পরিচালক (উপসচিব) ড. মো: নূরুল আমিন, জেলা কমান্ডার সফিউল আহমেদ বাবুল, উপজেলা কমান্ডার শাহাজাহান সাজু, ডেপুটি কমান্ডার শৈলপতি চৌধুরী নন্দনসহ আরো অনেকে।

জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মু. আল আমিন, গীতা পাঠ করেন কল্লোল কুমার।

এছাড়াও উপস্থিত শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রশ্ন করেন এবং অতিথিরাও মুক্তিযুদ্ধের বর্নিত কাহিনি, যুদ্ধ চলাকালীন সময়ের বিভিন্ন অভিজ্ঞতা জানান দেন।

অনুষ্ঠান শেষে কুইজ অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে শ্রেষ্ঠ ১০ জনের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page