কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় মা মেয়েসহ ৩জন নিহত

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকায় সড়ক দূর্ঘটনায় মা মেয়েসহ তিনজন নিহত হয়েছে।

বুধবার রাতে কার্ভাটভ্যান ও সিএনজি চালিত অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে । মিরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক বেনু ভূষন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, রাত সাড়ে ১১ টার দিকে কুমিল্লা থেকে মুরাদনগরগামী একটি সিএনজিকে বিপরীত দিক থেকে আসা একটি কর্ভাডভ্যান চাপা দেয়। এসময় সিএনজিটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনা স্থলে মা-মেয়েসহ তিনজন নিহত হয়।

নিহতরা হলেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার বকুলনগর এলাকার জয়দুল হোসেনের ছেলে সিএনজি চালক দেলোয়ার হোসেন (৩৩), একই এলাকার গিয়াস উদ্দিনের মেয়ে নাছিমা আক্তার (৪০)ও তাঁর মেয়ে নুসরাত জাহান (১১)।

কুমিল্লা মিরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক বেনু ভূষন জানান, রাতেই ফায়ার সার্ভিসের লোকজন এসে দূর্ঘটনা কবলিত সিএনজি ও নিহতদের লাশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার দৃপুরে ময়না তদন্ত শেষে পুলিশ নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page