০১:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি বিক্রেতাকে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু জব্দ কুমিল্লা স্টেডিয়াম এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার আ’লীগের হামলায় আহত মহিলাদল নেত্রীকে দেখতে কুমিল্লায় সাবেক মন্ত্রী কায়কোবাদ খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে -সফিকুর রহমান বুড়িচংয়ে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু তাহের গ্রেপ্তার বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ইটভাটা উচ্ছেদ জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬১ তম বার্ষিক সভা অনুষ্ঠিত কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন

কুমিল্লায় স্কুল থেকে ফেরার পথে এক শিশুকে ‘ধর্ষণের’ পর হত্যা

  • তারিখ : ১১:০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
  • 69

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বিদ্যালয় থেকে ফেরার পথে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের একটি গ্রামের ধান ক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় বলে জানান কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর ভূঁইয়া।

শিশুটি স্থানীয় সোনালী শিশু বিদ্যানিকেতন কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১০টায় স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় শিশুটি। বাড়ি ফিরতে দেরি হওয়ায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় জিডি করেন শিশুটির মা।

বিকালে ধান ক্ষেতে মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে স্বজনরা গিয়ে লাশ শনাক্ত করেন। সন্ধ্যার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

শিশুটির মা সাংবাদিকদের বলেন, “আমাদের সঙ্গে কারো শত্রুতা নেই। কেনো অবুঝ শিশুটিকে হত্যা করতে হল। আমার সন্তান হত্যাকারীদের ফাঁসি চাই। আমার মেয়েটাকে নির্যাতন করে খুন করা হয়েছে।”

রাতে ওসি আলমগীর বলেন, “প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছে শিশুটিকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। শিশুটির মা অভিযোগ করতে থানায় এসেছেন। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। দ্রুত অপরাধীকে আইনের আওতায় আনা হবে।”

error: Content is protected !!

কুমিল্লায় স্কুল থেকে ফেরার পথে এক শিশুকে ‘ধর্ষণের’ পর হত্যা

তারিখ : ১১:০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বিদ্যালয় থেকে ফেরার পথে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের একটি গ্রামের ধান ক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় বলে জানান কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর ভূঁইয়া।

শিশুটি স্থানীয় সোনালী শিশু বিদ্যানিকেতন কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১০টায় স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় শিশুটি। বাড়ি ফিরতে দেরি হওয়ায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় জিডি করেন শিশুটির মা।

বিকালে ধান ক্ষেতে মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে স্বজনরা গিয়ে লাশ শনাক্ত করেন। সন্ধ্যার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

শিশুটির মা সাংবাদিকদের বলেন, “আমাদের সঙ্গে কারো শত্রুতা নেই। কেনো অবুঝ শিশুটিকে হত্যা করতে হল। আমার সন্তান হত্যাকারীদের ফাঁসি চাই। আমার মেয়েটাকে নির্যাতন করে খুন করা হয়েছে।”

রাতে ওসি আলমগীর বলেন, “প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছে শিশুটিকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। শিশুটির মা অভিযোগ করতে থানায় এসেছেন। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। দ্রুত অপরাধীকে আইনের আওতায় আনা হবে।”