১০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ছাত্রলীগের কর্মী সন্দেহে স্কুলছাত্র গ্রেপ্তার, বার্ষিক পরীক্ষা দিতে পারল না চৌদ্দগ্রামে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কুমিল্লা কারাগারে গাঁজাসহ দর্শনার্থীকে আটক, তিন মাসের কারাদণ্ড আমাকে সুযোগ দিন আমি হতাশ করব না- মনিরুল হক চৌধুরী অতীতের বেইমানরা আজও আছে; মানুষ বদলায়, কিন্তু বেইমানির স্বভাব বদলায় না -হাজী ইয়াছিন কুমিল্লায় জাতীয়তাবাদী সংগ্রামদলের মানববন্ধন; বিদ্যুৎ নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে মাফিয়াদের গুলিতে ৩ বাংলাদেশী যুবকের মৃত্যু কুমিল্লায় মহাসড়কে বাসের ধাক্কায় ড্রামট্রাক চালক নিহত বুড়িচংয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কুমিল্লায় স্কুল থেকে ফেরার পথে এক শিশুকে ‘ধর্ষণের’ পর হত্যা

  • তারিখ : ১১:০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
  • 50

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বিদ্যালয় থেকে ফেরার পথে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের একটি গ্রামের ধান ক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় বলে জানান কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর ভূঁইয়া।

শিশুটি স্থানীয় সোনালী শিশু বিদ্যানিকেতন কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১০টায় স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় শিশুটি। বাড়ি ফিরতে দেরি হওয়ায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় জিডি করেন শিশুটির মা।

বিকালে ধান ক্ষেতে মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে স্বজনরা গিয়ে লাশ শনাক্ত করেন। সন্ধ্যার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

শিশুটির মা সাংবাদিকদের বলেন, “আমাদের সঙ্গে কারো শত্রুতা নেই। কেনো অবুঝ শিশুটিকে হত্যা করতে হল। আমার সন্তান হত্যাকারীদের ফাঁসি চাই। আমার মেয়েটাকে নির্যাতন করে খুন করা হয়েছে।”

রাতে ওসি আলমগীর বলেন, “প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছে শিশুটিকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। শিশুটির মা অভিযোগ করতে থানায় এসেছেন। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। দ্রুত অপরাধীকে আইনের আওতায় আনা হবে।”

error: Content is protected !!

কুমিল্লায় স্কুল থেকে ফেরার পথে এক শিশুকে ‘ধর্ষণের’ পর হত্যা

তারিখ : ১১:০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বিদ্যালয় থেকে ফেরার পথে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের একটি গ্রামের ধান ক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় বলে জানান কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর ভূঁইয়া।

শিশুটি স্থানীয় সোনালী শিশু বিদ্যানিকেতন কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১০টায় স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় শিশুটি। বাড়ি ফিরতে দেরি হওয়ায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় জিডি করেন শিশুটির মা।

বিকালে ধান ক্ষেতে মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে স্বজনরা গিয়ে লাশ শনাক্ত করেন। সন্ধ্যার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

শিশুটির মা সাংবাদিকদের বলেন, “আমাদের সঙ্গে কারো শত্রুতা নেই। কেনো অবুঝ শিশুটিকে হত্যা করতে হল। আমার সন্তান হত্যাকারীদের ফাঁসি চাই। আমার মেয়েটাকে নির্যাতন করে খুন করা হয়েছে।”

রাতে ওসি আলমগীর বলেন, “প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছে শিশুটিকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। শিশুটির মা অভিযোগ করতে থানায় এসেছেন। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। দ্রুত অপরাধীকে আইনের আওতায় আনা হবে।”