০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে গ্রামের রাস্তায় ড্রামট্রাক্টর চলাচল বন্ধসহ কঠোর অবস্থান- আইনশৃঙ্খলা সভায় সিদ্ধান্ত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়- হাজী ইয়াছিন শামা-মাছাবিহ্’র নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নৌশিন-সাইফের নেতৃত্বে কুবির ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ কুমিল্লায় আবারও বিড়াল–কুকুরের বিনামূল্যে চেক-আপ ও রেবিস ভ্যাকসিন ক্যাম্প কুমিল্লায় মায়ের মৃত্যুর ৩য় দিনে কুলখানি শেষে মারা গেলেন একমাত্র ছেলে কুমিল্লায় সাড়াশি অভিযান: আন্তঃজেলা ডাকাত সর্দার নয়নসহ ৫ সদস্য আটক বুড়িচংয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন মুরাদনগরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা কুবিতে নাট্যকার মুনীর চৌধুরী বিষয়ক প্রথম আন্তর্জাতিক কনফারেন্স শুরু

কুমিল্লায় হকারদের ট্রেনে উঠতে না দেওয়ায় হামলায় স্টুয়ার্ড, যাত্রীসহ আহত ৩

  • তারিখ : ০৮:০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
  • 73

লাকসাম প্রতিনিধি।।
ট্রেনে উঠতে না দেওয়ায় কুমিল্লার লাকসামে উপকূল এক্সপ্রেসে ট্রেনের দুই স্টুয়ার্ডের (বেসরকারি এটেন্ডেন্স) ওপর হামলা চালিয়েছে হকাররা। মঙ্গলবার (১১ জুন) সকাল ৮টায় নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটি লাকসাম জংশন স্টেশনে পৌঁছলে এ ঘটনা ঘটে। এতে ট্রেনের একজন যাত্রীসহ তিনজন আহত হয়েছে। এ ঘটনায় প্রায় আধাঘণ্টা দেরিতে ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যায়।

আহতরা হলেন- উপকূল এক্সপ্রেসের স্টুয়ার্ড শামিম আল আমিন ও রাহুল। এ সময় তাদের বাঁচাতে এগিয়ে আসা ওই ট্রেনের অন্তর নামে একজন যাত্রী আহত হন।

লাকসাম জংশনের স্টেশন মাস্টার মো. মাহবুবুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্টেশন মাস্টার মাহবুব বলেন, মঙ্গলবার সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস সকাল ৮টায় লাকসাম জংশনে পৌঁছলে হকাররা ট্রেনে উঠতে চায়। এ সময় স্টুয়ার্ড শামিম ও রাহুল তাদের বাধা দিলে হকাররা সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা করে। এই সময় ট্রেনে থাকা অন্তর নামে একজন যাত্রী তাদের সাহায্যে ছুটে আসলে তাকেও মারধর করা হয়।

লাকসাম জংশনের স্টেশন মাস্টার মো. মাহাবুবুর রহমান আরও বলেন, আমরা এই ঘটনায় তাৎক্ষণিক ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়েছি।

লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহার বলেন, লিখিত অভিযোগ পেয়ে দুপুর ১২টার দিকে দুজনকে আটক করে স্টেশনে বিশৃঙ্খলা করার অভিযোগে আদালতে পাঠানো হয়েছে। আহতদের লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে, দুই স্টুয়ার্ডের ওপর হামলার ঘটনায় তিন সদস্যদের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রেলের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) সাইফুল ইসলাম।

তিনি বলেন, লাকসাম রেলওয়ে জংশনের নিরাপত্তা কর্মকর্তা সালামত উল্ল্যাহকে আহ্বায়ক করে তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি রেলওয়ের নিরাপত্তা বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লায় হকারদের ট্রেনে উঠতে না দেওয়ায় হামলায় স্টুয়ার্ড, যাত্রীসহ আহত ৩

তারিখ : ০৮:০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪

লাকসাম প্রতিনিধি।।
ট্রেনে উঠতে না দেওয়ায় কুমিল্লার লাকসামে উপকূল এক্সপ্রেসে ট্রেনের দুই স্টুয়ার্ডের (বেসরকারি এটেন্ডেন্স) ওপর হামলা চালিয়েছে হকাররা। মঙ্গলবার (১১ জুন) সকাল ৮টায় নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটি লাকসাম জংশন স্টেশনে পৌঁছলে এ ঘটনা ঘটে। এতে ট্রেনের একজন যাত্রীসহ তিনজন আহত হয়েছে। এ ঘটনায় প্রায় আধাঘণ্টা দেরিতে ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যায়।

আহতরা হলেন- উপকূল এক্সপ্রেসের স্টুয়ার্ড শামিম আল আমিন ও রাহুল। এ সময় তাদের বাঁচাতে এগিয়ে আসা ওই ট্রেনের অন্তর নামে একজন যাত্রী আহত হন।

লাকসাম জংশনের স্টেশন মাস্টার মো. মাহবুবুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্টেশন মাস্টার মাহবুব বলেন, মঙ্গলবার সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস সকাল ৮টায় লাকসাম জংশনে পৌঁছলে হকাররা ট্রেনে উঠতে চায়। এ সময় স্টুয়ার্ড শামিম ও রাহুল তাদের বাধা দিলে হকাররা সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা করে। এই সময় ট্রেনে থাকা অন্তর নামে একজন যাত্রী তাদের সাহায্যে ছুটে আসলে তাকেও মারধর করা হয়।

লাকসাম জংশনের স্টেশন মাস্টার মো. মাহাবুবুর রহমান আরও বলেন, আমরা এই ঘটনায় তাৎক্ষণিক ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়েছি।

লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহার বলেন, লিখিত অভিযোগ পেয়ে দুপুর ১২টার দিকে দুজনকে আটক করে স্টেশনে বিশৃঙ্খলা করার অভিযোগে আদালতে পাঠানো হয়েছে। আহতদের লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে, দুই স্টুয়ার্ডের ওপর হামলার ঘটনায় তিন সদস্যদের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রেলের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) সাইফুল ইসলাম।

তিনি বলেন, লাকসাম রেলওয়ে জংশনের নিরাপত্তা কর্মকর্তা সালামত উল্ল্যাহকে আহ্বায়ক করে তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি রেলওয়ের নিরাপত্তা বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।