কুমিল্লায় হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ২৬ টি মোবাইল উদ্ধার করে দিল ডিবি পুলিশ

নেকবর হোসেন।।
কুমিল্লায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (১৫ জানুয়ারি) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান ও অফিসার ইনচার্জ রাজেস বড়ুয়া পিপিএম হারিয়ে যাওয়া মোবাইল মালিকদের নিকট হস্তান্তর করেন।

জেলা গোয়েন্দা পুলিশের কনফারেন্স হলে ২৬টি মোবাইল ফোনের মালিকরা এসে তাদের হারানো মোবাইল ফেরত নিয়ে যান। তাদের হাতে মোবাইল ফোন তুলে দেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া।

মালিকরা হলো- মাহবুব হোসেন চৌধুরি, দীপক চন্দ্র সাহা, মোঃ মোস্তাফা কামাল, রায়হান শরীফ, মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরি, উমা রানি দে, সিদ্ধার্থ মিস্ত্রী, ইসমাইল মিয়া, নুরুল কবির তৌফিকুল ইসলাম, মশিউর রহমান, তারেক হাসান তাকি, মোঃ দিদার হোসেন রাব্বি, গোলাম রহমান শাহাজাদা, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আবুল খায়ের, সানি ইসনাইন, বিশাল বকশী, মাঈন উদ্দিন, মোঃ এয়াসিন, সেলিনা বেগম, হাসান আহম্মদ, জহির হোসেন, বেলায়েত হোসেন, জোহরা আক্তার।

ডিবি পুলিশের ওসি রাজেশ বড়ুয়া বলেন, কুমিল্লার বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোন হারিয়ে যাওয়া কিংবা চুরি হওয়ার বিষয়ে বেশ কিছু জিডি (সাধারণ ডায়েরি) আমাদের কাছে জমা হয়।

পরে জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং তথ্য প্রযুক্তির সহায়তায় এসব মোবাইল ফোন উদ্ধারে আমাদের বিশেষ টিম কাজ করতে থাকে। অভিযান চালিয়ে আমরা ২৬টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। এগুলো তাদের প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেয়া হয়েছে। আমাদের এই জনবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে মোবাইল ফোনের প্রকৃত মালিকগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে পুলিশ সুপার, কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page