বুড়িচং প্রতিনিধি।।
নির্বাচনকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও সহিংসতা রোধে পুলিশের বিশেষ অভিযানে কুমিল্লার বুড়িচং উপজেলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও এক ইউনিয়ন যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে বুড়িচং থানা ও দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলা সদরে নিজ বাসা থেকে বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মতিউর রহমান খান রুমেলকে গ্রেফতার করা হয়। একই রাতে দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল ময়নামতি ইউনিয়নের নাজিরা বাজার এলাকা থেকে ময়নামতি ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ আবুল হাসেম শান্তকে তার নিজ বাসা থেকে আটক করে।
উল্লেখ্য, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মতিউর রহমান খান রুমেলকে চলতি বছরের ৫ আগস্টের পর এ নিয়ে তৃতীয়বারের মতো গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা থাকায় তাদের আটক করা হয়েছে।
তিনি আরও জানান, রোববার (১৪ ডিসেম্বর) সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।











