কুমিল্লার চান্দিনায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নেকবর হোসেন।।
কুমিল্লার চান্দিনায় অজ্ঞাতনামা এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের সোনাপুর এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

ওই নারীর মরদেহ এলাকার কেউ না চেনায় পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ। পরিচয় সনাক্তে সিআইডি’র সহযোগিতা নিয়ে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে সনাক্তের চেষ্টা করছে বলে জানায় পুলিশ।

স্থানীয়রা জানান, মহাসড়ক সংলগ্ন সোনাপুর একটি মার্কেটের সামনে প্রায় পঞ্চাশোর্ধ ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ওই নারীকে এলাকার কেউ চিনেন না। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন। সম্ভবত ওই মার্কেটের সামনে ঘুমিয়ে থাকাবস্থায় মৃত্যু হয় তার।

তারপরও আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ফিঙ্গার প্রিন্ট নিয়ে পরিচয় সনাক্তের চেষ্টা করছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page