০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার দেবীদ্বারে বিনামূল্যে বিড়ালকে জলাতঙ্ক টিকা প্রদান দেশবরেণ্য বাউল শিল্পী কুমিল্লার ফজলুর রহমান বাবুল আর নেই নানা আয়োজনে কুমিল্লায় কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ১৩ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ডে মানববন্ধন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘সায়েন্স, স্পিরিচুয়ালিটি অ্যান্ড স্যাংকটিটি’ কনফারেন্স বাঙ্গরায় আহলে সুন্নাত ওয়াল জামাআত অফিসের শুভ উদ্বোধন চান্দিনায় সবুজ গাছের চারা হাতে নিয়ে মাদককে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

কুমিল্লার চৌদ্দগ্রামে জুয়ার আসর থেকে ‘ধাওয়া খেয়ে’ এক ব্যক্তির মৃত্যু

  • তারিখ : ০৯:৩৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
  • 23

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে জুয়ার আসর থেকে ‘ধাওয়া খেয়ে’ জাকির হোসেন শীতল (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে নিহতের স্বজনদের অভিযোগ তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে আজ শনিবার বিকেলে নিহত শীতলের লাশটি পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

নিহত শীতল উপজেলার শুভপুর ইউনিয়নের কাদঘর গ্রামের মৃত আবদুল জাব্বারের ছেলে। আজ শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা।

ওসি শুভরঞ্জন চাকমা জানান, জাকির হোসেন শীতল একজন দিনমজুর। গত শুক্রবার রাতে তিনি মুন্সিরহাট ইউনিয়নের মেষতলী বাজারের নুরুন নবীর চায়ের দোকানের ভেতরে সঙ্গীদের নিয়ে জুয়া খেলছিলেন। এ সময় চা দোকানদার নুরুন নবীর ছেলে সালমান ও বড় ভাই খোকন শিকদার জুয়াড়িদের ধাওয়া করলে জাকির হোসেন শীতল দৌড়ে পাশের মাইনউদ্দিনের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। জাকির হোসেন সেখানে বলেন, তাঁর মাথা ঘুরাচ্ছে এবং তাকে লোকজন মারধর করেছে। এ সময় জাকির হোসেন মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা চৌদ্দগ্রাম থানা-পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নেয়।

এদিকে নিহত জাকির হোসেন শীতলের ভাই মো. দুলাল শনিবার বিকেলে বলেন, ‘আমার ভাই শুক্রবার রাতে নুরুন নবীর চায়ের দোকানে প্রবেশ করলে কতিপয় ব্যক্তিরা তাকে পিটিয়ে হত্যা করেছে। এ বিষয়ে আমরা থানায় হত্যা মামলা দায়ের করব।

ওসি আরও জানান, এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

error: Content is protected !!

কুমিল্লার চৌদ্দগ্রামে জুয়ার আসর থেকে ‘ধাওয়া খেয়ে’ এক ব্যক্তির মৃত্যু

তারিখ : ০৯:৩৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে জুয়ার আসর থেকে ‘ধাওয়া খেয়ে’ জাকির হোসেন শীতল (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে নিহতের স্বজনদের অভিযোগ তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে আজ শনিবার বিকেলে নিহত শীতলের লাশটি পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

নিহত শীতল উপজেলার শুভপুর ইউনিয়নের কাদঘর গ্রামের মৃত আবদুল জাব্বারের ছেলে। আজ শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা।

ওসি শুভরঞ্জন চাকমা জানান, জাকির হোসেন শীতল একজন দিনমজুর। গত শুক্রবার রাতে তিনি মুন্সিরহাট ইউনিয়নের মেষতলী বাজারের নুরুন নবীর চায়ের দোকানের ভেতরে সঙ্গীদের নিয়ে জুয়া খেলছিলেন। এ সময় চা দোকানদার নুরুন নবীর ছেলে সালমান ও বড় ভাই খোকন শিকদার জুয়াড়িদের ধাওয়া করলে জাকির হোসেন শীতল দৌড়ে পাশের মাইনউদ্দিনের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। জাকির হোসেন সেখানে বলেন, তাঁর মাথা ঘুরাচ্ছে এবং তাকে লোকজন মারধর করেছে। এ সময় জাকির হোসেন মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা চৌদ্দগ্রাম থানা-পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নেয়।

এদিকে নিহত জাকির হোসেন শীতলের ভাই মো. দুলাল শনিবার বিকেলে বলেন, ‘আমার ভাই শুক্রবার রাতে নুরুন নবীর চায়ের দোকানে প্রবেশ করলে কতিপয় ব্যক্তিরা তাকে পিটিয়ে হত্যা করেছে। এ বিষয়ে আমরা থানায় হত্যা মামলা দায়ের করব।

ওসি আরও জানান, এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।