কুমিল্লার দাউদকান্দিতে পাপিয়া বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৩

দাউদকান্দি প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় এক বাস চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাসের ১৩ যাত্রী। বুধবার (১৯জুন) বিকেল তিনটার দিকে মহাসড়কে দাউদকান্দি উপজেলার পুটিয়া নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসচালক মনু মিয়া (৪৫) কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা সাইকেট গ্রামের আহমেদ আলীর ছেলে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, দাউদকান্দি থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী পাপিয়া পরিবহনের একটি বাস পুটিয়া নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসচালক মনু মিয়ার। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহত যাত্রীদের উদ্ধার করে। আহতদের পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. শাহিন আহমেদ বলেন, ‘মহাসড়কে দুর্ঘটনা কলবলিত বাসটি উদ্ধার করে থানা নিয়ে আাসা হয়েছে।’

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page