কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার দেবীদ্বারে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতা দিবস উপলক্ষে দৃষ্টান্ত ফাউন্ডেশন’ কুমিল্লার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে শিশু পরিবারের কোমলমতি শিশুদের সাথে মধ্যাহ্নভোজ করেন অতিথিবৃন্দ।
রোববার বিকেলে দেবীদ্বারে সরকারি শিশু পরিবারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবীদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান।
দৃষ্টান্ত ফাউন্ডেশন’ কুমিল্লার প্রতিষ্ঠাতা ও মাইটিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সাইফ উদ্দিন রনী’র সভাপতিত্বে সভায় প্রধান বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন, শিশু পরিবারের উপ-ত্ত্বাবধায়ক কবীর আহাম্মদ ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য প্রভাষক সাইফুল ইসলাম শামিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান সুমন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আবু কাউসার অনিক, দেবীদ্বার প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ ফখরুল ইসলাম সাগর, কুমিল্লা প্রতিনিধি এস এম মাসুদ রানা, মাইটিভির দেবীদ্বার প্রতিনিধি মোঃ এনামুল হক, এশিয়ান টিভির দেবীদ্বার প্রতিনিধি মোঃ নেছার উদ্দিন, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজ খান, ফাল্গুনী টিভির, সাংবাদিক মোঃ আবুল বাসার, আনোয়ার হোসেন, মাইটিভির ক্যামেরা পার্সন শাফায়েতুল ইসলাম ও সাইফুল ইসলাম সজিবহ শিশু পরিবারের কোমল মতি শিক্ষার্থীবৃন্দ।
আরো দেখুন:You cannot copy content of this page