স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন ধর্মপুর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক ও গোলাবারুদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ভোর ৫টায় আলেখারচর আর্মি ক্যাম্পের আওতাধীন একটি বিশেষ দল গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ধর্মপুর গ্রামের পলাশ (৩০), পিতা আবিদ আলী, কে গ্রেপ্তার করা হয়। এসময় তার বসতবাড়ির গোয়াল ঘরের ছাদ থেকে উদ্ধার করা হয় ৩৫ গ্রাম গাঁজা, ২টি শর্টগানের কার্তুজ, ৩টি পিস্তলের ম্যাগাজিন, ৫ রাউন্ড পিস্তলের গুলি এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল।
এ ঘটনায় তার ভাই মো. শাহজাহান (৪৫), পিতা আবিদ আলী, একই গ্রামের বাসিন্দা, পালিয়ে যেতে সক্ষম হয়। গোয়েন্দা সূত্র মতে, উদ্ধারকৃত গোলাবারুদ পলাতক শাহজাহানের মালিকানাধীন। তার কাছে এখনো একটি পিস্তল ও একটি শর্টগান রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. শাহজাহান সাবেক সংসদ সদস্য আ ক ম বাহার উদ্দিন বাহারের ঘনিষ্ঠ সহযোগী এবং দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সক্রিয় সমর্থক হিসেবে ধর্মপুর এলাকায় পরিচিত।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
আরো দেখুন:You cannot copy content of this page