১০:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার মুরাদনগরে অপহরণের পর যুবক খুন, ৩৬ দিন পর কঙ্কাল উদ্ধার কুমিল্লায় আ. লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার কুমিল্লার দেবিদ্বারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু কুমিল্লার দাউদকান্দিতে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৫ বুড়িচংয়ে পূজা উদযাপনে থাকবে সেনাবাহিনী-পুলিশের নিরাপত্তা বলয় বুড়িচংয়ে ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৫ লক্ষ টাকার ওষুধ বিতরণ ইমোর মাধ্যমে প্রবাসীর সঙ্গে পরিচয়, কুমিল্লার দুলাল হত্যার পেছনের মূল কারণ কুমিল্লার মনোহরগঞ্জে চার গাড়ির সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ কুমিল্লার মুরাদনগরে পরিত্যক্ত মুরগির খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় স্কুল শেষে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থীর

কুমিল্লার বুড়িচংয়ে শিশু হত্যার ১৬ বছর পর ২ জনের যাবজ্জীবন

  • তারিখ : ১১:১৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
  • 9

নিউজ ডেস্ক।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় রমজান আলী নামে আট বছরের এক শিশুকে হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। হত্যাকাণ্ডের ১৬ বছর পর রবিবার (১৩ আগস্ট) বিকালে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ময়নামতি ইউনিয়নের নারায়ণসার গ্রামের গাজী বাড়ির আইয়ুব আলী ও কুমিল্লার নগরীর বিষ্ণুপুর ভূইয়া বাড়ির মো. আজহারুল ইসলাম রিপন। রায় ঘোষণার সময় মো. আজহারুল ইসলাম রিপন পলাতক ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মো. জাকির হোসেন জানান, ২০০৭ সালের ১ জুলাই নারায়ণসার এলাকার হাবিল মিয়ার ছেলে রমজান আলী খেলাধুলা করতে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। ৩ জুলাই বুড়িচং উপজেলার ক্যান্টনমেন্টর পাওয়ার হাউজ এলাকায় শিশুটির মাথা ও শরীর আলাদা অবস্থায় উদ্ধার করে তার স্বজনরা।

সেদিন হাবিল মিয়া তার চাচাতো ভাই আইয়ুব আলী ও একই এলাকার মাসুমকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সদীপ কুমার দাস ও আইয়ুব খান ২০০৭ সালের ১২ আগস্ট আজহারুল ইসলাম রিপন নামে একজনকে আটক করে।

জিজ্ঞাসাবাদে আজহারুল ইসলাম রিপন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সে জানায় জায়গা জমির বিরোধে এই খুন করিয়েছে হাবিলের চাচাতো ভাই আইয়ুব আলী। এর প্রেক্ষিতে আদালত আজহারুল ইসলাম রিপন ও আসামি আইয়ুব আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

মামলার অপর দুই আসামি রনি ও মাসুমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।

error: Content is protected !!

কুমিল্লার বুড়িচংয়ে শিশু হত্যার ১৬ বছর পর ২ জনের যাবজ্জীবন

তারিখ : ১১:১৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩

নিউজ ডেস্ক।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় রমজান আলী নামে আট বছরের এক শিশুকে হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। হত্যাকাণ্ডের ১৬ বছর পর রবিবার (১৩ আগস্ট) বিকালে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ময়নামতি ইউনিয়নের নারায়ণসার গ্রামের গাজী বাড়ির আইয়ুব আলী ও কুমিল্লার নগরীর বিষ্ণুপুর ভূইয়া বাড়ির মো. আজহারুল ইসলাম রিপন। রায় ঘোষণার সময় মো. আজহারুল ইসলাম রিপন পলাতক ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মো. জাকির হোসেন জানান, ২০০৭ সালের ১ জুলাই নারায়ণসার এলাকার হাবিল মিয়ার ছেলে রমজান আলী খেলাধুলা করতে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। ৩ জুলাই বুড়িচং উপজেলার ক্যান্টনমেন্টর পাওয়ার হাউজ এলাকায় শিশুটির মাথা ও শরীর আলাদা অবস্থায় উদ্ধার করে তার স্বজনরা।

সেদিন হাবিল মিয়া তার চাচাতো ভাই আইয়ুব আলী ও একই এলাকার মাসুমকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সদীপ কুমার দাস ও আইয়ুব খান ২০০৭ সালের ১২ আগস্ট আজহারুল ইসলাম রিপন নামে একজনকে আটক করে।

জিজ্ঞাসাবাদে আজহারুল ইসলাম রিপন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সে জানায় জায়গা জমির বিরোধে এই খুন করিয়েছে হাবিলের চাচাতো ভাই আইয়ুব আলী। এর প্রেক্ষিতে আদালত আজহারুল ইসলাম রিপন ও আসামি আইয়ুব আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

মামলার অপর দুই আসামি রনি ও মাসুমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।