নিউজ ডেস্ক।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় রমজান আলী নামে আট বছরের এক শিশুকে হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। হত্যাকাণ্ডের ১৬ বছর পর রবিবার (১৩ আগস্ট) বিকালে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ময়নামতি ইউনিয়নের নারায়ণসার গ্রামের গাজী বাড়ির আইয়ুব আলী ও কুমিল্লার নগরীর বিষ্ণুপুর ভূইয়া বাড়ির মো. আজহারুল ইসলাম রিপন। রায় ঘোষণার সময় মো. আজহারুল ইসলাম রিপন পলাতক ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মো. জাকির হোসেন জানান, ২০০৭ সালের ১ জুলাই নারায়ণসার এলাকার হাবিল মিয়ার ছেলে রমজান আলী খেলাধুলা করতে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। ৩ জুলাই বুড়িচং উপজেলার ক্যান্টনমেন্টর পাওয়ার হাউজ এলাকায় শিশুটির মাথা ও শরীর আলাদা অবস্থায় উদ্ধার করে তার স্বজনরা।
সেদিন হাবিল মিয়া তার চাচাতো ভাই আইয়ুব আলী ও একই এলাকার মাসুমকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সদীপ কুমার দাস ও আইয়ুব খান ২০০৭ সালের ১২ আগস্ট আজহারুল ইসলাম রিপন নামে একজনকে আটক করে।
জিজ্ঞাসাবাদে আজহারুল ইসলাম রিপন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সে জানায় জায়গা জমির বিরোধে এই খুন করিয়েছে হাবিলের চাচাতো ভাই আইয়ুব আলী। এর প্রেক্ষিতে আদালত আজহারুল ইসলাম রিপন ও আসামি আইয়ুব আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
মামলার অপর দুই আসামি রনি ও মাসুমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।
আরো দেখুন:You cannot copy content of this page