কুমিল্লার মুরাদনগরে জাতীয় বীমা দিবস পালিত

মনির খাঁন।।
‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’- এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে একটি র‍্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে কবি নজরুল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গোলাম মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমূল হুদা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা পাবেল খান পাপ্পু, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আকতার।সাংবাদিক মাহবুবুর রহমান।

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স এর পক্ষে মজিবুর রহমান ভূইয়া, মেঘনা লাইফ ইনস্যুরেন্স এর পক্ষে শৈলেন বাবু, সাধারণ জীবন বীমা ইনস্যুরেন্স এর পক্ষে মোঃ রুহুল আমিন, হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স এর পক্ষে মোঃ আহাদ ও পপুলার লাইফ ইনস্যুরেন্স সহবিভিন্ন জীবন বীমার কর্মকর্তারা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স এর গ্রাহকদের মাঝে ৩০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

You cannot copy content of this page