০৯:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবির চৌদ্দগ্রাম অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ঘোলপাশা ইউনিয়ন শ্রমিকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মুরাদনগরে মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন বুড়িচংয়ে ২০০৩ থেকে ২০১৪ সালের পুরাতন দলিল ধ্বংসে গণবিজ্ঞপ্তি জারি কুমিল্লার দেবীদ্বারে বিনামূল্যে বিড়ালকে জলাতঙ্ক টিকা প্রদান দেশবরেণ্য বাউল শিল্পী কুমিল্লার ফজলুর রহমান বাবুল আর নেই নানা আয়োজনে কুমিল্লায় কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ১৩ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কুমিল্লার লাকসামে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, মাদকসহ ৫ জন আটক

  • তারিখ : ১১:৪৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • 57

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার লাকসামে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, মাদক ও অন্যান্য সরঞ্জামসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, দুটি চাপাতি, একটি ছেনি (ধারালো অস্ত্র), একটি কাঁচি, একটি নোটবুক, পাঁচটি মোবাইল সেট, পাঁচটি গ্যাস লাইট উদ্ধার করা হয়।

শনিবার (১৫ মার্চ) দিবাগত গভীর রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- লাকসাম পৌরসভার সাতবাড়িয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. খোরশেদ আলম, গুনতি গ্রামের মৃত আনু মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন অন্তর, কাদ্রা গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে মো. সাফায়ত উল্লাহ, একই গ্রামের মো. আব্দুল আজিজের ছেলে মো. সুজন মিয়া এবং উত্তর সাতবাড়িয়া গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে হুমায়ুন ফরিদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সারা দেশে যৌথ বাহিনীর ‘ডেভিল হান্ট’ অপারেশন চলছে। তারই ধারাবাহিকতায় লাকসামেও এই অভিযান অব্যাহত রয়েছে। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী এ বিশেষ অভিযান পরিচালনা করে। ওই সময় লাকসাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাদরা এলাকা থেকে তাদের আটক করা হয়।

লাকসাম থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে থানায় কোনো পূর্ববর্তী মামলা না থাকলেও তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অভিযানের নেতৃত্বে থাকা মেজর তাহসিন ফয়সাল জানান, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে।

error: Content is protected !!

কুমিল্লার লাকসামে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, মাদকসহ ৫ জন আটক

তারিখ : ১১:৪৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার লাকসামে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, মাদক ও অন্যান্য সরঞ্জামসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, দুটি চাপাতি, একটি ছেনি (ধারালো অস্ত্র), একটি কাঁচি, একটি নোটবুক, পাঁচটি মোবাইল সেট, পাঁচটি গ্যাস লাইট উদ্ধার করা হয়।

শনিবার (১৫ মার্চ) দিবাগত গভীর রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- লাকসাম পৌরসভার সাতবাড়িয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. খোরশেদ আলম, গুনতি গ্রামের মৃত আনু মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন অন্তর, কাদ্রা গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে মো. সাফায়ত উল্লাহ, একই গ্রামের মো. আব্দুল আজিজের ছেলে মো. সুজন মিয়া এবং উত্তর সাতবাড়িয়া গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে হুমায়ুন ফরিদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সারা দেশে যৌথ বাহিনীর ‘ডেভিল হান্ট’ অপারেশন চলছে। তারই ধারাবাহিকতায় লাকসামেও এই অভিযান অব্যাহত রয়েছে। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী এ বিশেষ অভিযান পরিচালনা করে। ওই সময় লাকসাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাদরা এলাকা থেকে তাদের আটক করা হয়।

লাকসাম থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে থানায় কোনো পূর্ববর্তী মামলা না থাকলেও তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অভিযানের নেতৃত্বে থাকা মেজর তাহসিন ফয়সাল জানান, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে।