
জহিরুল হক বাবু।।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)র একটি দল অভিযান ৪০ হাজার পিস ইয়াবা আটক করেছে। আটককৃত ইয়াবার মুল্য ১ কোটি ২০ লাখ টাকা।
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ বৌয়ারা বাজার বিওপি এর বিশেষ টহলদল বড় এই চালানটি আটক করে।
রাতে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অতিরিক্ত পরিচালক মেজর আরাফাত হোসেন অনি এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সন্ধ্যায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ বৌয়ারা বাজার বিওপি এর বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে বিজিবি টহলদল সীমান্ত পিলার ২০৮৫/২-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সূর্যনগর নামক স্থান থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট আটক করে।
আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।











