০৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশবরেণ্য বাউল শিল্পী কুমিল্লার ফজলুর রহমান বাবুল আর নেই নানা আয়োজনে কুমিল্লায় কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ১৩ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ডে মানববন্ধন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘সায়েন্স, স্পিরিচুয়ালিটি অ্যান্ড স্যাংকটিটি’ কনফারেন্স বাঙ্গরায় আহলে সুন্নাত ওয়াল জামাআত অফিসের শুভ উদ্বোধন চান্দিনায় সবুজ গাছের চারা হাতে নিয়ে মাদককে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা সাহেবাবাদ ডিগ্রি কলেজ; ১৫৩ জনের মধ্যে ১৩৮ জন ফেল; পাসের হার মাত্র ৯.৮০%

কুমিল্লার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা, এক পরিবারের ৩ সদস্য আটক

  • তারিখ : ১০:০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • 32

জহিরুল হক বাবু।।
কুমিল্লার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা কালে এক পরিবারের ৩ সদস্যকে আটক করেছে বিজিবি।

সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৪) সকাল সাড়ে ৯ টায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ বুড়িচং উপজেলার সংকুচাইল বিওপির টহল দল সীমান্ত এলাকা থেকে তাদের আটক করেন।

সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার।

তিনি জানান, সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০৬৩/১৬-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভবেরমোড়া নামক স্থানে বাংলাদেশী নাগরিক মোঃ ওসমান (২৪), পিতা- কলম হাওলাদার, তার স্ত্রী ইন্নাকা (২১), ও কন্যা সুমাইয়া (০৩), তাদের আকট করা হয়।

আটককৃতদের গ্রাম-পাঁচ বুনিয়া, পোস্ট- ভাদুরা, থানা-গলাচিপা, জেলা- পটুয়াখালী। তারা পাসপোর্টবিহীন ভারত হতে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে বিজিবি টহল দল তাদেরকে আটক করে।

আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ২৯ জানুয়ারি ২০২৪ তারিখে অবৈধভাবে যশোর সীমান্ত দিয়ে বাংলাদেশী দালাল মোঃ রবিউল ইসলাম এর সহায়তায় ভারতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করার উদ্দেশ্যে গমন করার পর তারা ভারতের বেঙ্গালুর শহরে অবস্থান করে।

সম্প্রতি মোঃ ওসমান এর স্ত্রী ইন্নাকা অসুস্থতাজনিত কারণে ভারতীয় দালাল মোঃ শরীফ হোসেন এর সহায়তায় উল্লিখিত সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে।

আটককৃত ব্যক্তিদের নিকট হতে তাদের ব্যবহৃত ১টি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃত ৩ জন বাংলাদেশী নাগরিককে পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুমিল্লা জেলার বুড়িচং থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

error: Content is protected !!

কুমিল্লার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা, এক পরিবারের ৩ সদস্য আটক

তারিখ : ১০:০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

জহিরুল হক বাবু।।
কুমিল্লার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা কালে এক পরিবারের ৩ সদস্যকে আটক করেছে বিজিবি।

সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৪) সকাল সাড়ে ৯ টায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ বুড়িচং উপজেলার সংকুচাইল বিওপির টহল দল সীমান্ত এলাকা থেকে তাদের আটক করেন।

সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার।

তিনি জানান, সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০৬৩/১৬-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভবেরমোড়া নামক স্থানে বাংলাদেশী নাগরিক মোঃ ওসমান (২৪), পিতা- কলম হাওলাদার, তার স্ত্রী ইন্নাকা (২১), ও কন্যা সুমাইয়া (০৩), তাদের আকট করা হয়।

আটককৃতদের গ্রাম-পাঁচ বুনিয়া, পোস্ট- ভাদুরা, থানা-গলাচিপা, জেলা- পটুয়াখালী। তারা পাসপোর্টবিহীন ভারত হতে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে বিজিবি টহল দল তাদেরকে আটক করে।

আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ২৯ জানুয়ারি ২০২৪ তারিখে অবৈধভাবে যশোর সীমান্ত দিয়ে বাংলাদেশী দালাল মোঃ রবিউল ইসলাম এর সহায়তায় ভারতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করার উদ্দেশ্যে গমন করার পর তারা ভারতের বেঙ্গালুর শহরে অবস্থান করে।

সম্প্রতি মোঃ ওসমান এর স্ত্রী ইন্নাকা অসুস্থতাজনিত কারণে ভারতীয় দালাল মোঃ শরীফ হোসেন এর সহায়তায় উল্লিখিত সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে।

আটককৃত ব্যক্তিদের নিকট হতে তাদের ব্যবহৃত ১টি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃত ৩ জন বাংলাদেশী নাগরিককে পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুমিল্লা জেলার বুড়িচং থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।