কুমিল্লার সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৩ ভারতীয় নাগরিক আটক

জহিরুল হক বাবু।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৩ ভারতীয় নাগরিককে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ শশীদল বিওপির টহল দল।

মঙ্গলবার সন্ধ্যায় সীমান্ত পিলার ২০৫৯/৮-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ আশাবাড়ি (বাতানবাড়ি) নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।

তিনি জানান, মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ শশীদল বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০৫৯/৮-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ আশাবাড়ি (বাতানবাড়ি) নামক স্থান থেকে ৩ ভারতীয় নাগরিককে আটক করা হয়।

আটককৃতরা হলো মোঃ নাসির (৩৩), পিতা- মোঃ সিরাজ, চম্পা চিত্রকর (২৫), স্বামী- মোঃ নাসির, ও মোঃ তামিম (৬), পিতা- মোঃ নাসির। আটককৃত সকলের গ্রাম- নয়াগ্রাম, পোষ্ট- পিংলা, জেলা- পশ্চিম মেদেনীপুর, ভারত।

আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ নাসির এর খালু মোঃ তোতা মিয়া, গ্রাম- বাকশিমুল, থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা এর বাড়িতে খালাতো বোনের বিয়ের নিমন্ত্রনে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে এসেছিল।

আটককৃত ভারতীয় নাগরিকদেরকে পাসপোর্টবিহীন অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page