কুমিল্লার ১১ টি আসনের মধ্যে দুটিতে পরিবর্তন; আ’লীগের প্রার্থী যারা

মোঃ জহিরুল হক বাবু।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। দুটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি।

রোববার (২৬ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত তালিকা অনুযায়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সংসদের ৩০০ আসনের মধ্যে কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসন বাদে বাকিসব আসনে নৌকার প্রার্থী ঘোষণা করা হয়।

কুমিল্লার ১১ টি আসনের মধ্যে কুমিল্লা-১ ও কুমিল্লা-৮ এই দুটি আসনে পরিবর্তন আনা হয়েছে।

কুমিল্লার ১১ টি আসনে আ.লীগের প্রার্থীরা হলো-

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) ইঞ্জিনিয়ার আব্দুস সবুর
কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) সেলিমা আহমেদ মেরি
কুমিল্লা-৩ (মুরাদনগর) ইউসুফ আবদুল্লাহ হারুন
কুমিল্লা-৪ (দেবিদ্বার) রাজী মুহম্মদ ফখরুল
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আবুল হাশেম
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করর্পোরেশন ও ক্যান্টনমেন্ট এলাকা) আ ক ম বাহা উদ্দিন বাহার
কুমিল্লা-৭ (চান্দিনা) প্রাণ গোপাল দত্ত
কুমিল্লা-৮ (বরুড়া) আবু জাফর মোঃ শফিউদ্দিন
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) মো: তাজুল ইসলাম
কুমিল্লা-১০ (সদর দক্ষিন, লালমাই ও নাঙ্গলকোট) আ হ ম মুস্তফা কামাল
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) মুজিবুল হক মুজিব।

এর আগে ২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে ৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মোট তিন হাজার ৩৬৯ জন। প্রতি আসনে গড়ে ১১ জন এ ফরম কিনেছেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page