কুমিল্লায় অভিনব কায়দায় কাভার্ডভ্যান থেকে পোশাক চুরি, আটক ৮

কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লায় রপ্তানিজাত গার্মেন্টসপণ্য চোর চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (৬ মার্চ) বিকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যরা হচ্ছেন- জয়নাল আবেদীন (৪০), মাসুম বিল্লাহ (২৭), রিয়াজ (২৮), আহাম আলী (৪৫), জমির আলী (৬৫), মোশারফ হোসেন (৪০), দিদারুল আলম (২৮) ও রাশেদ (২৬)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গাজীপুর জেলার বাসন থানাধীন টেলিপাড়া চৌরাস্তা এলাকার আলফা ড্রেসওয়্যার লিমিটেডের বিদেশে রপ্তানিজাত পোশাকভর্তি কাভার্ডভ্যান শিপমেন্টের জন্য চট্টগ্রাম বন্দরে নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে চালক ও হেলপারের সাথে যোগসাজশে ওই সংঘবদ্ধ চোরচক্র কাভার্ডভ্যানটি কুমিল্লার চান্দিনা উপজেলার কাশিমপুর বাগুসি এলাকার একটি বড় গোডাউনে লুকিয়ে রাখে। পরে সিলগালা অক্ষত রেখে বিশেষ কৌশলে কাভার্ডভ্যানের দরজা খুলে তারা মোড়ককৃত কার্টুনগুলো নিচে নামিয়ে ছুরি দিয়ে কেটে অভিনব কায়দায় ১০ থেকে ২০টি করে পোশাক চুরি করছিল। এ সময় র‌্যাব তাদের গ্রেফতার করে।

মো. জসিম উদ্দীন চৌধুরী আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ চোরাই চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে।’

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page