কুমিল্লায় একসঙ্গে ৪ সন্তান জন্ম দিলেন শিরিন আক্তার

নেকবর হোসেন
কুমিল্লা নগরীতে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন শিরিন আক্তার নামের এক প্রসূতি। এ ঘটনায় শিরিনের পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

শুক্রবার (২৫ মার্চ) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. নাজমা মজুমদার লিরা এতথ্য নিশ্চিত করেছেন।

প্রসূতি শিরিন আক্তার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের গঙ্গানগর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। তাদের সাত বছরের এক কন্যাসন্তান রয়েছে।

নবজাতকদের দাদি মজিনা বেগম বলেন, ‘একসঙ্গে চার নাতি-নাতনি জন্ম নেওয়ায় আমরা অনেক খুশি। আমাদের পরিবার আলোকিত হয়েছে। আল্লাহ যেন তাদের সব সময় সুস্থ রাখে।

হাসপাতাল সূত্র জানায়, বুধবার (২৩ মার্চ) রাত ১২টায় নগরীর মুন হাসপাতালের গাইনি বিভাগে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন শিরিন আক্তার। নবজাতকদের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে।

গাইনি বিশেষজ্ঞ ডা. নাজমা মজুমদার লিরা বলেন, শিশুগুলো নয়মাসে জন্ম নেওয়ায় কিছুটা সমস্যা রয়েছে। তাদের ওজনও তুলনামূলক কম। একজনের ওজন এক কেজি ৪০০ গ্রাম। বাকি তিনজনের ওজন এক কেজি ১০০ গ্রাম করে।
তিনি আরও জানান, তাদের মা শিরিন আক্তার সুস্থ আছেন। বর্তমানে দুই শিশু অসুস্থ অবস্থায় তাদের শিশু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page