কুমিল্লায় নতুন করে আরো ২৬ জনের করোনা সনাক্ত, মৃত্যু ১

মোঃ জহিরুল হক বাবু।।
গত ২৪ ঘন্টায় কুমিল্লা জেলায় নতুন করে আরও ২৬ জনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৫৮৮জনে।
সোমবার (৩০ নভেম্বর) নতুন করে আরো এক জনের মুত্য হয়েছে। ফলে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২৩৮ জনে দাঁড়ালো।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার সিটি কর্পোরেশনে ১৪ জন, তিতাস ৩ জন, চৌদ্দগ্রাম ১ জন, লালমাই ১ জন, লাকসাম ২ জন, দাউদকান্দি ২ জন, আর্দশ সদর ১ জন ও বুড়িচং ২ জন।

আজকের রিপোর্টে ১৫ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যদের মধ্যে ১৫ জনই সিটি করপোরেশনের। এ নিয়ে মোট সুস্থ্য হয়েছে ৭ হাজার ৫৩৫ জন।

বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৪৪ হাজার ৬৭৯জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৪৪ হাজার ১৮৬ জনের। এর মধ্যে ৮ হাজার ৫৮৮ জনের করোনা পজিটিভ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০

You cannot copy content of this page