কুমিল্লায় নারী দিয়ে ফাঁদ পেতে র‌্যাব পরিচয়ে প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লায় পরিকল্পিত ভাবে নারীদের দিয়ে ফাঁদ পেতে কৌশলে জিম্মি করে, র‌্যাব পরিচয়ে প্রতারক চক্রের তিন নারীসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার র‌্যাব ১১ সিপিসি ২ কুমিল্লার উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন কুমিল্লা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য গনমাধ্যম কর্মীদের তুলে ধরেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র পরিকল্পিত ভাবে নারীদের ব্যবহার করে ফাঁদ পেতে, কৌশলে মানুষকে জিম্মি করে, র‌্যাব সদস্য পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিলো। এমন অভিযোগে সোমবার রাতে কুমিল্লার জেলার কোতয়ালী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন নারীসহ ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে নগদ টাকা, র‌্যাবের ব্যবহৃত পোশাক, মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, কুমিল্লার দক্ষিন চর্থা গ্রামের মোঃ আনোয়ার হোসেন(৩৫), সদর দক্ষিন থানার দিশাবন গ্রামের জুম্মন মিয়া(২৫), চান্দিনা থানার অম্বলপুর গ্রামের জোসনা আক্তার(২৫), কোতয়ালী থানার আড়াইওড়া গ্রামের হাসি আক্তার(২৪) এবং তার আপন ছোট বোন মিন্নি আক্তার(১৮)।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page