০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় পিকআপের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

  • তারিখ : ০৭:৩৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
  • 16

নিউজ ডেস্ক।।
কুমিল্লার সদর দক্ষিণে পিকআপ ভ্যানের ধাক্কায় মোহাম্মদ হোসেন (৩৮) নামের এক অটোরিকশাচালকের নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) রাত ৯টায় উপজেলার লালমাই বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ হোসেন বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

লাকসাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই বাজারে একটি অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপ ভ্যান। এতে অটোরিকশাচালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে ঢাকা নেয়ার পথে মোহাম্মদ হোসেনের মৃত্যু হয়।

খবর পেয়ে লাকসাম হাইওয়ে ক্রসিং পুলিশ দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান এবং অটোরিকশাটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।

error: Content is protected !!

কুমিল্লায় পিকআপের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

তারিখ : ০৭:৩৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১

নিউজ ডেস্ক।।
কুমিল্লার সদর দক্ষিণে পিকআপ ভ্যানের ধাক্কায় মোহাম্মদ হোসেন (৩৮) নামের এক অটোরিকশাচালকের নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) রাত ৯টায় উপজেলার লালমাই বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ হোসেন বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

লাকসাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই বাজারে একটি অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপ ভ্যান। এতে অটোরিকশাচালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে ঢাকা নেয়ার পথে মোহাম্মদ হোসেনের মৃত্যু হয়।

খবর পেয়ে লাকসাম হাইওয়ে ক্রসিং পুলিশ দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান এবং অটোরিকশাটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।