কুমিল্লায় বর্ণীল আয়োজনে ‘বাংলাদেশ ট্যুডে’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ‘দ্যা বাংলাদেশ ট্যুডে’  পত্রিকার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহম্মেদ পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সজিব খাঁন, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ, সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী, চৌয়ারা আদর্শ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এ এইচ এম সহিদ উল্লাহ।

কুমিল্লা সদর দক্ষিণ প্রেস ক্লাব সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার ও বাংলাদেশ ট্যুডে’ পত্রিকার রিপোর্টার মামুন মজুমদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, দপ্তর সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম, সদস্য জাফর আহম্মেদ, সদর দক্ষিণ উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য মমিনুল ইসলাম লিটন, কুমিল্লা ন্যাশনাল ক্লাবের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম বাবু, গলিয়ারা দক্ষিন ইউনিয়নের ১নং ওয়ার্ড  আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম,গলিয়ারা উত্তর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ আনাস সহ কুমিল্লার কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

উল্লেখ্য, ঢাকা থেকে প্রকাশিত বহুল প্রচারিত জাতীয় ইংরেজি পত্রিকা ‘দ্যা বাংলাদেশ ট্যুডে বিগত ২০০২ সাল থেকে হাটি হাটি পা পা করে গণপজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক প্রচার সংখ্যার তালিকা অনুযায়ী চতুর্থ রেংকিং অবস্থান বজায় রেখে পথ চলেছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page