কুমিল্লায় বিপুল পরিমাণ মদ ও গাঁজাসহ তিন মাদককারবারী আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং থানা এলাকা থেকে ১৪ বোতল বিদেশি মদসহ দুইজন ও সদর দক্ষিন থানা এলাকা থেকে এক মণ গাঁজাসহ একজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি দল বুধবার রাতে জেলার বুড়িচং থানাধীন হরিনধরা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে মোটরসাইকেলে করে মাদক পরিবহনের সময় ১৪ বোতল বিদেশি মদসহ দুইজন মাদক কারবারীকে আটক করে ব্যাব। আটককৃতরা হলোঃ জেলার কোতয়ালী থানার উত্তর দূর্গাপুর গ্রামের এরশাদ মিয়ার ছেলে মোঃ শাহিদ উদ্দিন শাকিল(২৮) এবং একই থানার আড়াইওরা গ্রামের মৃত জয়দুল হোসেন এর ছেলে মোঃ রিপন(৩০)।

র‌্যাবের আরেকটি দল বৃহস্পতিবার জেলার সদর দক্ষিন থানাধীন চৌয়ারা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজসহ মোঃ ইমরান হোসেন (১৯) নামে এক মাদককারবারীকে আটক করেছে।

আটককৃত ইমরান জেলার সদর দক্ষিন থানার মোরাপাড়া গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page