কুমিল্লায় বিশ্ব শিক্ষক দিবসে ১০ গুণী শিক্ষককে সম্মাননা

নেকবর হোসেন।।
কুমিল্লায় ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে গণিত ক্লাব কর্তৃক আয়োজিত শিক্ষক সম্মাননা -২০২১ অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান ১০ জন গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্ত ১০ জন গুনী শিক্ষকের মধ্যে অধ্যাপক আবদুল মজিদ কলেজের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন অধ্যক্ষ মো: আবদুল মজিদ (আজীবন শিক্ষক সম্মাননা), কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: আবদুস ছালাম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. একেএম আছাদুজ্জামান, গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুন নাহার প্রমুখ।

দৈনিক প্রথম আলো, কুমিল্লার স্টাফ রিপোর্টার গাজীউল হক সোহাগের সঞ্চালনায় এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

অনুষ্ঠানকে অলংকৃত করেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোসলেহ উদ্দিন আহমেদ, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জামাল নাছের,কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম,সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম, কুমিল্লা অজিতগুহ কলেজের প্রাক্তন অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ও বর্তমান অধ্যক্ষ মো: শরিফুল ইসলাম।

কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নারগিস আক্তার, কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির মাসউদ,নবাব ফয়েজুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জুবাইদা নূর খান, ভিক্টোরিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া খোন্দকারসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষক।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page