কুমিল্লায় বোনের বিয়ের দিন ভাইয়ের মৃত্যু

মাহফুজ নান্টু, কুমিল্লা ।।
বোনের বিয়ের জন্য কাঁচা বাজার করতে যাওয়ার সময় মোটর বাইক দূর্ঘটনায় মোঃ মাহমুদ এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৮ টায় বরুড়া উপজেলার বিষ্ণুপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোঃ মাহমুদ(২১)পয়ালগাছা ইউনিয়নের বিষ্ণুপুর দ্রোনের বাড়ি এলাকার আবদুর রশিদের ছেলে। নিহত মাহমুদ ব্রাম্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা শেষ করেছেন।

শুক্রবার সকালে বোনের বিবাহের জন্য চাচাত ভাই পলাশকে নিয়ে মোটরসাইকেল করে মাংশ আনতে যাচ্ছিল মাহমুদ। বিষ্ণুপুর বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা তার বুকের উপর পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতাল নেয়ার পথে সে মারা যায়।

বাবা আবদুর রশিদ জানান, তার তিন ছেলে। বড় দুই ছেলে দেশের বাহিরে আছে। আর ছোট ছেলে মাহমুদ ব্রাহ্মণবাড়ীয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা শেষ করেছে। দুই মেয়ের মধ্য সবার ছোট লাকি আক্তারের আজ বিয়ে ছিলো আজ। তার বিয়ের জন্য মাংশ কিনতে যাওয়ার সময় মোটর বাইক দূর্ঘটনায় তার ছেলে মাহমুদের মৃত্যু হয়।

বোনের বিয়ের দিন ভাইয়ের মৃত্যু মানতে পারছেন না আত্মীয়স্বজনরা। তাদের বিলাপে ভারী হয়ে উঠেছে বিষ্ণুপুর গ্রাম। পুরো গ্রামজুড়ে এখন শোকের ছায়া।

বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, বাইক দূর্ঘটনায় মাহমুদ মারা যায়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারসূত্রে জানা যায়, আজ বিকেল বাদ আসর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মাহমুদের লাশ সমাহিত করা হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page