নেকবর হোসেন।।
কুমিল্লা বন বিভাগের আওতাধীন সুয়াগাজী ফরেস্ট চেকপোস্টের অভিযানে ১টি ট্রাক ভর্তি কাঠসহ ৪জন চোরাকারবারীকে আটক করেছে। গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকা থেকে একটি ট্রাক ও চারজন চোরাকারবারীসহ অবৈধ কাঠ উদ্ধার করে বন বিভাগ।
কুমিল্লা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম জানান, সুয়াগাজী স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সাইফুল ইসলাম, আবুল কালাম আজাদ বাবুল, মাসুদ আলম মোল্লাসহ অভিযান পরিচালনা করে কাঠসহ চার জনকে আটক করা হয়।
আটককৃত কাঠের মূল্য প্রায় ৮ লক্ষ টাকা। কাঠগুলো চট্টগ্রামের পাহাড়ী অঞ্চল থেকে অবৈধ ভাবে কেটে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার হচ্ছিল।
আটককৃত আসামীরা হলো, চট্টগ্রাম জেলার ফটিক থানার মো. বেলাল হোসেন, গুইমারা থানার মো. হালিম, রাঙ্গুনিয়া থানার মো.নুরুল আবছার ও মো, আজিম।
এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং কাঠগুলো কুমিল্লা বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে
আরো দেখুন:You cannot copy content of this page