০৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে প্রথমবারের মতো সিরাত পাঠ প্রতিযোগিতা ও কনফারেন্স অনুষ্ঠিত কুমিল্লায় ভুতুড়ে বিদ্যুৎ বিল: ১ লাখ ৬৭ হাজার থেকে কমে ২ হাজার ৬০০ টাকা কুমিল্লার মুরাদনগরে অপহরণের পর যুবক খুন, ৩৬ দিন পর কঙ্কাল উদ্ধার কুমিল্লায় আ. লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার কুমিল্লার দেবিদ্বারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু কুমিল্লার দাউদকান্দিতে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৫ বুড়িচংয়ে পূজা উদযাপনে থাকবে সেনাবাহিনী-পুলিশের নিরাপত্তা বলয় বুড়িচংয়ে ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৫ লক্ষ টাকার ওষুধ বিতরণ ইমোর মাধ্যমে প্রবাসীর সঙ্গে পরিচয়, কুমিল্লার দুলাল হত্যার পেছনের মূল কারণ কুমিল্লার মনোহরগঞ্জে চার গাড়ির সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩

কুমিল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে র‍্যাবের গোলাগুলির ঘটনায় আরও ৩ আসামি গ্রেপ্তার

  • তারিখ : ১০:১৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
  • 12

নেকবর হোসেন।।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় র‍্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলির ঘটনায় মামলা হয়েছে। র‍্যাবের ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ কুমিল্লার উপসহকারী পরিচালক (ডিএডি) কবির হোসেন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে আসামি করে মামলাটি করেন। গতকাল শুক্রবার রাতে এ মামলা করা হয়।

গতকাল পর্যন্ত মামলার আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এর আগে গত বৃহস্পতিবার রাতে মামলার পাঁচ আসামি গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এজাহারে উল্লেখিত ১২ আসামির মধ্যে ৮ জনকে গ্রেপ্তার করা হলো। বাকি চার আসামি এখনো পলাতক। তাঁদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত আছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকা দিয়ে মাদকের বড় চালান পার হচ্ছে বলে জানতে পারে। এরপর র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দূর থেকে দেখতে পান, মাদক ব্যবসায়ীদের ২০ থেকে ২৫ জনের একটি দল কাঁধে করে মাদকের বস্তা নিয়ে মাঠ দিয়ে যাচ্ছে। এ অবস্থায় কর্তব্যরত টহল কমান্ডার তাঁদের থামতে বলেন ও নিজেদের র‍্যাব সদস্য হিসেবে পরিচয় দেন। কোনো উত্তর না দিয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যান এবং কয়েকজন অতর্কিতভাবে এলোপাতাড়ি গুলি চালাতে থাকেন। আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। এ সময় পিঠে ও কোমরে গুলিবিদ্ধ হয়ে র‍্যাবের করপোরাল সদস্য মো. রুবেল গাজী কুমিল্লার সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল থেকে পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকার দেলোয়ার হোসেন (৪৯), একই এলাকার জগুপুর গ্রামের সাইফুল ইসলাম (২৭), নীলফামারীর জলঢাকা উপজেলার খারিজা গোলনা এলাকার মো. সাইদুল ইসলাম (২২), একই এলাকার হযরত আলী (২০) ও মশিউর রহমান (২১)।

গতকাল রাতে গ্রেপ্তার হওয়া তিন আসামি হলেন নীলফামারীর জলঢাকা উপজেলার খারিজা গোলনা গ্রামের সবুজ ইসলাম (২০), একই জেলার ডিমলা উপজেলার সুন্দরখাতা গ্রামের শরীফ মিয়া (১৯) ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার তারাপুর গ্রামের রবিউল হাসান (২৫)।

এজাহারে উল্লিখিত পলাতক আসামিরা হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিরাহিমপুর গ্রামের সাইফুল ইসলাম (৩৭), একই উপজেলার জগুপুর গ্রামের হৃদয় হোসেন (২৫), কালিকাপুর গ্রামের মোতাহের হোসেন (৪০) ও মথুরাপুর গ্রামের জয়নাল মিয়া (৩১)। র‍্যাব বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল থেকে ৫৬ কেজি গাঁজা ও ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে।

র‍্যাবের ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ কুমিল্লার অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, গ্রেপ্তার আট আসামির মধ্যে সাইদুল ও হযরত কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। তাঁদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য চার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

error: Content is protected !!

কুমিল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে র‍্যাবের গোলাগুলির ঘটনায় আরও ৩ আসামি গ্রেপ্তার

তারিখ : ১০:১৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২

নেকবর হোসেন।।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় র‍্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলির ঘটনায় মামলা হয়েছে। র‍্যাবের ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ কুমিল্লার উপসহকারী পরিচালক (ডিএডি) কবির হোসেন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে আসামি করে মামলাটি করেন। গতকাল শুক্রবার রাতে এ মামলা করা হয়।

গতকাল পর্যন্ত মামলার আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এর আগে গত বৃহস্পতিবার রাতে মামলার পাঁচ আসামি গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এজাহারে উল্লেখিত ১২ আসামির মধ্যে ৮ জনকে গ্রেপ্তার করা হলো। বাকি চার আসামি এখনো পলাতক। তাঁদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত আছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকা দিয়ে মাদকের বড় চালান পার হচ্ছে বলে জানতে পারে। এরপর র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দূর থেকে দেখতে পান, মাদক ব্যবসায়ীদের ২০ থেকে ২৫ জনের একটি দল কাঁধে করে মাদকের বস্তা নিয়ে মাঠ দিয়ে যাচ্ছে। এ অবস্থায় কর্তব্যরত টহল কমান্ডার তাঁদের থামতে বলেন ও নিজেদের র‍্যাব সদস্য হিসেবে পরিচয় দেন। কোনো উত্তর না দিয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যান এবং কয়েকজন অতর্কিতভাবে এলোপাতাড়ি গুলি চালাতে থাকেন। আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। এ সময় পিঠে ও কোমরে গুলিবিদ্ধ হয়ে র‍্যাবের করপোরাল সদস্য মো. রুবেল গাজী কুমিল্লার সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল থেকে পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকার দেলোয়ার হোসেন (৪৯), একই এলাকার জগুপুর গ্রামের সাইফুল ইসলাম (২৭), নীলফামারীর জলঢাকা উপজেলার খারিজা গোলনা এলাকার মো. সাইদুল ইসলাম (২২), একই এলাকার হযরত আলী (২০) ও মশিউর রহমান (২১)।

গতকাল রাতে গ্রেপ্তার হওয়া তিন আসামি হলেন নীলফামারীর জলঢাকা উপজেলার খারিজা গোলনা গ্রামের সবুজ ইসলাম (২০), একই জেলার ডিমলা উপজেলার সুন্দরখাতা গ্রামের শরীফ মিয়া (১৯) ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার তারাপুর গ্রামের রবিউল হাসান (২৫)।

এজাহারে উল্লিখিত পলাতক আসামিরা হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিরাহিমপুর গ্রামের সাইফুল ইসলাম (৩৭), একই উপজেলার জগুপুর গ্রামের হৃদয় হোসেন (২৫), কালিকাপুর গ্রামের মোতাহের হোসেন (৪০) ও মথুরাপুর গ্রামের জয়নাল মিয়া (৩১)। র‍্যাব বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল থেকে ৫৬ কেজি গাঁজা ও ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে।

র‍্যাবের ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ কুমিল্লার অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, গ্রেপ্তার আট আসামির মধ্যে সাইদুল ও হযরত কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। তাঁদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য চার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।