কুমিল্লায় যুবলীগের উদ্যাগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ

মাহফুজ নান্টু, কুমিল্লা।
কুমিল্লায় অসহায় দুস্থ রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করেছে মহানগর যুবলীগ। বৃহস্পতিবার বিকেলে নগরীর টাউনহল মাঠের মুক্তমঞ্চে ইফতার বিতরণ করা হয়।

নগরীর বিভিন্ন এলাকায় পাঁচ শতাধিক অসহায় রোজাদাররা রান্না করা ইফতার পেয়ে আনন্দ প্রকাশ করেন।

ইফতার বিতরণ শেষে কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনায় ইফতার বিতরণ করেছি। যুবলীগের ইফতার বিতরণের সার্বিক সমন্বয় করছেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল ইসলাম খান নিখিল।

ইফতার বিতরণসহ পবিত্র রমজান মাসে অসহায় মানুষসহ দলের যেসব কর্মীর অবস্থা ভালো নয় তাদের ঘরে খাবার পৌছানো হচ্ছে। আমাদের যুবলীগের কাজের সব দিক নির্দেশনা দিচ্ছেন আমার নেতা কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার।

মহানগরী যুবলীগের উদ্দোগে ঈদ সামগ্রীও বিতরণ করা হবে। সবাইকে নিয়ে পবিত্র রমজান পালন ও ঈদ উদযাপন করতে কুমিল্লা মহানগর আওয়ামীযুবলীগ বদ্ধ পরিকর।।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page