কুমিল্লায় ক্রিকেট কমিটির উপহার পেলো তিনশ’ পরিবার

কুমিল্লা নিউজ ডেস্ক।।
পবিত্র রমজান উপলক্ষে নিম্ন আয়ের অন্তত তিনশ’ পরিবারের মাঝে রমজানের উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেছে কুমিল্লা জেলা ক্রিকেট কমিটি।

বৃহস্পতিবার বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নিম্নআয়ের পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সদস্য প্রবীর রঞ্জন দে, শোয়েব বাপ্পি, সৈয়দ সুলতান ফরহাদ কাদরিয়া জিতু, মোঃ আলী হাসান ও ক্রিকেট কমিটির কর্মকর্তা মাসুদ রানাসহ অন্যান্যরা।

উপহার সামগ্রীর মধ্যে চিলো সয়াবিন তেল, সেমাই, চিনিসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। রমজানের শুরুতে নিত্য প্রয়োজনীয় পণ্য পেয়ে আনন্দিত তিনশ’ পরিবারের সদস্যরা।

রমজানের উপহার বিতরণ শেষে সাইফুল আলম রনি বলেন, আমরা ক্রিকেট কমিটি শুধু খেলা নয় সামাজিক দায়বদ্ধতাও অনুভব করি। সে জায়গা থেকে অন্যান্য বছরের ন্যায় এ বছরও রমজানের উপহার সামগ্রী বিতরণ করেছি। এদিকে যারা উপস্থিত ছিলেন তাদের অসুস্থতায় যতটুকু সম্ভব আমরা তাদের পাশে থাকার চেষ্টা করবো।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page