কুমিল্লায় সাংবাদিককে অপহরণ করে লাশ গুম করার হুমকি

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামাল হোসেন নয়নকে মুঠোফোনে মমিন মোল্লা নামের এক ব্যক্তি কর্তৃক মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে বুধবার চৌদ্দগ্রাম থানায় জিডি করা হয়েছে, জিডি নং- ৯৭। মমিন মোল্লা উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মন্টু মোল্লার পুত্র।

জিডিতে কামাল হোসেন নয়ন উল্লেখ করেন, মমিন মোল্লা ঢাকার কলাবাগান থানা এলাকায় সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা ও জাল-জাতিয়াতি করায় ২৯/২৯ নং মামলায় গত ৩১ জানুয়ারি তাকে গ্রেফতার শেষে আদালতে সোপর্দ করে। সংবাদটি মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় জামিনে মুক্তি পেয়ে মঙ্গলবার তাকে মুঠোফোনে অকথ্য ভাষায় গালমন্দ করে।

এর কারণ জিজ্ঞেস করলে মমিন মোল্লা সাংবাদিক কামাল হোসেন নয়নকে বসতবাড়ি হতে অপহরণ করে প্রাণে হত্যা শেষে লাশ গুম করবে বলে হুমকি দেয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চৌদ্দগ্রামে কর্মরত সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page