কুমিল্লায় সাড়ে ৪ হাজার মানুষকে ঈদ উপহার তুলে দিলেন এমপি বাহার

কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লায় অসহায় কর্মহীন বিভিন্ন শ্রেণি পেশার প্রায় সাড়ে ৪ হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার। এসময় কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও সিটি করপোরেশন মেয়র মনিরুল হক সাক্কু উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার ।

করোনায় কর্মহীন সেলুন কর্মচারি, গাড়ী শ্রমিক, হিজড়া সম্প্রদায়, মুচি সম্প্রদায়, বাবুর্চি, বার্নিশ মিস্ত্রি, ভ্যান চালক, ডেকোরেটর শ্রমিক, করাতকল শ্রমিকসহ অন্যান্য পেশার মানুষের মাঝে বিতরণ করা হয় এ খাদ্য সামগ্রী ।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, তেল, আলু, মরিচের গুড়া , হলুদের গুড়াসহ অন্যান্য সামগ্রী।

সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার বলেন, গত লকডাউন চলাকালেও ৪০ হাজার মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়েছিলো। এ মহামারির সময় মানুষের পাশে আছি ও থাকবো। করোনায় আক্রান্তরা এখন ঘরে বসেই চিকিৎসা সেবা নিতে পারবে । জরুরি নাম্বারে ফোন করলে ডাক্তার চলে আসবে আপনাদের দোরগোড়ায়।করোনা মহামারি মোকাবেলায় সকলকে এগিয়ে আসতে হবে।

ঈদ উপহার সামগ্রী বিতরণকালে কুসিক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, করোনা মহামারিতে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে, মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এমতাবস্থায় মানুষ খাদ্যের জন্য হাহাকার করছে । তাই মাননীয় প্রধানমন্ত্রীয় এমন উদ্যোগ সত্যিকার অর্থেই প্রশংসার দাবি রাখে।

কুমিল্লা জেলাপ্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, আমাদের ব্যবস্থাপনায় সরকারের দেওয়া বরাদ্দ ও এমপি মহোদয় এবং মেয়রের নিজ তহবিল থেকেও এ ঈদ সামগ্রী দেওয়া হচ্ছে । এ সাহায্য অব্যাহত থাকবে।

ঈদ উপহার সামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শওকত ওসমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান রোমেন ফারুকসহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page