কুমিল্লায় স্ত্রী-সন্তানের নির্যাতনের শিকার হয়ে সাবেক সেনা কর্মকর্তার মানববন্ধন ও সংবাদ সম্মেলন

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লায় স্ত্রী ও সন্তানদের হাতে নির্যাতান ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে সাবেক এক সেনা কর্মকর্তা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের বামনীখোলা গ্রামের সাবেক সেনা কর্মকর্তা আবুল খায়ের ওরফে হারুনুর রশীদ।
তিনি জানান, বিবাহীত জীবনের ২৭ বছর চাকুরীর ও পেনশনের সব টাকা তার স্ত্রীর নিকট গচ্ছিত রাখেন। তছাড়া চাকুরী থেকে অবসর গ্রহন করে ৯ বছর প্রবাসে অর্জিত টাকাসহ গচ্ছিত টাকার হিসাব চাইলে তাঁর স্ত্রী, সন্তানদের সহযোগীতায় তাঁকে মারধর করে।

এ বিষয়ে একাধিকবার সামাজিক মিমাংশা হলেও তাঁর স্ত্রী টাকার কোন হিসেব না দিয়ে উল্টো তাঁর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে।

উপায়ন্ত না দেখে গ্রামবাসীর সহযোগীতায় মানববন্ধন ও সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী লিটন মিয়া বলেন একটি ষড়যন্ত্রকারী মহল আমার নির্বাচনে বেঘাত ঘটানোর জন্য আমাকে ও হারুনুর রশীদ, আলিম মিয়াকে জড়িয়ে মিথ্যে, বানোয়োট ও ভিত্তিহীন মামলায় ফাঁসানো হয়েছে। উক্ত সাজানো মামলা থেকে তাদের নাম প্রত্যাহারের জোর দাবী জানান।

মানববন্ধন ও সংবাদ সম্মেলনে এলাকার গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page