কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি সাহেব বাজার এলাকায় অজ্ঞাত গাড়ী চাপায় জাবেদ মিয়া (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমবার সকাল ৭ টায় ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। নিহত জাবেদ জেলার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের জলিল মুন্সির ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত জাবেদ কুমিল্লা নগরীর রেসইকোর্স এলাকায় দারুল উলুম মাদ্রাসায় বাবুর্চির কাজ করতো। সোমবার সকালে বাড়ী থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থলে আসার পথে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সাহেব বাজার এলাকায় একটি অজ্ঞাত গাড়ী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরোহী জাবেদের মৃত্যু হয়।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার সহকারী উপপরিদর্শক শওকত কুমিল্লা নিউজকে জানান, খবর পেয়ে সকাল ৭ টায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত জাবেদ একটি ওয়ালটর মোটরসাইকেল যোগে কুমিল্লা আসছিলো। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহটি পরিবারের নিকট হস্থান্তর করা হয়। এ ঘটনায় নিয়োমিত মামলা দায়ের করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page