কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে সড়ক দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোঃ হাসান, বয়স ২৫। সে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর গ্রামের মৃত আবু তাহারের ছেলে।

শুক্রবার বেলা সাড়ে ১২ টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার জালুয়াপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গোমতী নদীর আইল দিয়ে সীমান্তবর্তী সূবর্ণপুর গ্রামে যাওয়ার সময় কুমিল্লা শহরমূখী একটি ব্যাটারী চালিত অটোরিকশার সাথে জালুয়াপাড়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় সে গুরতর আহত হয় হাসান। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার বেলা ২ টায় সে মারা যায়।

নিহত হাসান উপজেলার ময়নামতি বাজারে ওয়ার্কশপের ব্যবসা করতো। শুক্রবার বাদ মাগরিব জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বিষয়টি নিয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম বলেন, দূর্ঘটনার খবর শুনেছি। থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page