০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে নিখোঁজের ৭ দিন পর হাত বাঁধা শিশুর মরদেহ উদ্ধার বুড়িচং প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শিক্ষক নেতৃবৃন্দের মতবিনিময় কুমিল্লায় একদিনে মাদ্রাসাছাত্রসহ ৩ জনের লাশ উদ্ধার বুড়িচংয়ে বিএনপির সভাপতির নাম ব্যবহার করে অপপ্রচার; তীব্র নিন্দা কুবিতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় জড়িতদের তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন হোমনায় চার দিন ধরে নিখোঁজ সাংবাদিক দিদার, পরিবারের সন্দেহ অপহরণ বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটি গঠন কুমিল্লায় ৩ হাজার টাকায় স্ত্রীকে বিক্রি; তিনদিন ধরে ধর্ষণ, নোয়াখালীর ৫ যুবক গ্রেফতার বাজগড্ডায় জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির উদ্যোগে ঈদে মাজিউন্নাবী (সা.) মাহফিল শিল্পকলা একাডেমীর মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে কুমিল্লায় ফুলেল সংবর্ধনা

কুমিল্লায় ৫৫ ঘণ্টার ব্যবধানে করোনায় আক্রান্ত হয়ে মা-মেয়ে’র মৃত্যু

  • তারিখ : ০৮:২৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
  • 30

নেকবর হোসেন।।
কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে ৫৫ ঘণ্টার ব্যবধানে মারা গেলেন মা-মেয়ে। বুধবার সকালে কুমিল্লার বরুড়া উপজেলার লহ্মীপুর গ্রামের আবদুল লতিফ মৌলভীর স্ত্রী জয়নবের নেছা (৭৫) করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এর আগে রোববার রাত দেড়টায় কুমিল্লা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তার মেয়ে ফাতেমা বেগম (৫৮)। স্বল্প সময়ের ব্যবধানে মা-মেয়ের এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ফাতেমা আক্তারের ছেলে সাইদুর রহমান তার মা ফাতেমা বেগম ও নানু জয়নবের নেছার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ফাতেমা আক্তার কুমিল্লা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের সালমানপুর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।

মৃত্যুবরণ করা জয়নবের ভাতিজি সাহিদা আক্তার জানান, ফুফু গত শনিবার জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে কুমেক হাসপাতালে ভর্তি হন। একদিন পর রোববার ফুফুর বড় মেয়ে ফাতেমা বেগম প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে কুমিল্লা সদর জেনারেল হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তির পর তার অবস্থার অবনতি ঘটতে থাকে। সোমবার ভোর রাতে ফাতেমা আক্তার মৃত্যুবরণ করেন। তার একদিন পরই বুধবার সকাল সাড়ে ৮টায় ফুফু মারা যান। মারা যাওয়ার আগে ফুফু গতকাল জানতে চেয়েছেন তার বড় মেয়ে কেনো তাকে দেখতে আসছেন না। তার শারীরিক অবস্থা ভালো ছিল না বলে তাকে জানানো হয়নি।

error: Content is protected !!

কুমিল্লায় ৫৫ ঘণ্টার ব্যবধানে করোনায় আক্রান্ত হয়ে মা-মেয়ে’র মৃত্যু

তারিখ : ০৮:২৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১

নেকবর হোসেন।।
কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে ৫৫ ঘণ্টার ব্যবধানে মারা গেলেন মা-মেয়ে। বুধবার সকালে কুমিল্লার বরুড়া উপজেলার লহ্মীপুর গ্রামের আবদুল লতিফ মৌলভীর স্ত্রী জয়নবের নেছা (৭৫) করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এর আগে রোববার রাত দেড়টায় কুমিল্লা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তার মেয়ে ফাতেমা বেগম (৫৮)। স্বল্প সময়ের ব্যবধানে মা-মেয়ের এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ফাতেমা আক্তারের ছেলে সাইদুর রহমান তার মা ফাতেমা বেগম ও নানু জয়নবের নেছার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ফাতেমা আক্তার কুমিল্লা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের সালমানপুর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।

মৃত্যুবরণ করা জয়নবের ভাতিজি সাহিদা আক্তার জানান, ফুফু গত শনিবার জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে কুমেক হাসপাতালে ভর্তি হন। একদিন পর রোববার ফুফুর বড় মেয়ে ফাতেমা বেগম প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে কুমিল্লা সদর জেনারেল হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তির পর তার অবস্থার অবনতি ঘটতে থাকে। সোমবার ভোর রাতে ফাতেমা আক্তার মৃত্যুবরণ করেন। তার একদিন পরই বুধবার সকাল সাড়ে ৮টায় ফুফু মারা যান। মারা যাওয়ার আগে ফুফু গতকাল জানতে চেয়েছেন তার বড় মেয়ে কেনো তাকে দেখতে আসছেন না। তার শারীরিক অবস্থা ভালো ছিল না বলে তাকে জানানো হয়নি।