কুমিল্লা কারাগারে বসে পরীক্ষা দেওয়া দুই ছাত্রীর একজন ফেল

নিউজ ডেস্ক।।
কুমিল্লা কারাগারে বসে এবার এসএসসি পরীক্ষা দেওয়া দুই ছাত্রীর মধ্যে একজন পাস করলেও অপরজন ফেল করেছে। শুক্রবার (২৮ জুলাই) এসএসসির ফল প্রকাশের এ তথ্য জানা গেছে।

কারাগারে বসে পরীক্ষা দেওয়া দুই শিক্ষার্থী কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল গার্লস হাইস্কুলের ও দাউদকান্দি উপজেলার সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের।

দাউদকান্দির সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, আমাদের বিদ্যালয়ের ওই ছাত্রী একটি হত্যা মামলার আসামি হয়ে কারাগারে যায়। গত বছর সে অকৃতকার্য হয়েছিল। এবারের পরীক্ষায় গণিতে পাস করেছে। সে জিপিএ ৩.৬১ এ পেয়েছে। সে বর্তমানে জামিনে বাইরে আছে। আমাদের স্কুলে এবারের পরীক্ষায় ৮৯ দশমিক ৭১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন।

মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম ভূঁইয়া জানিয়েছেন, এই ছাত্রী পারিবারিক একটি বিষয় নিয়ে কারাগারের সেফহোমে ছিল। এ সময় সে পরীক্ষা দেওয়ার ইচ্ছে প্রকাশ করলে কারা কর্তৃপক্ষ সেই সুযোগ করে দেয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে পদার্থ বিজ্ঞানে অকৃতকার্য হয়েছে। অন্যসব বিষয় পাস করেছে। সে ফল প্রকাশের আগেই থেকেই জামিনে আছে। এই বিদ্যালয়ের পাশের হার ৯৮ দশমিক ২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে পাঁচজন।

কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, দুই শিক্ষার্থী কুমিল্লা কারাগার থেকে পরীক্ষা দিয়েছে। আমরা তাদের পরীক্ষার ব্যবস্থা করেছি। কিন্তু ফল প্রকাশের আগেই তাদের জামিন হয়ে যায়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page