কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার একটি বাড়ি থেকে পিকআপ চুরি

জহিরুল হক বাবু।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার ক্যান্টনমেন্ট নিশ্চন্তপুর এলাকার আবুল হোসেনের বাড়ি থেকে একটি পিকআপ চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় আবুল হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটু অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লা আদর্শ সদর উপজেলার উত্তর দূর্গাপুর ইউনিয়নের ক্যান্টনমেন্ট নিশ্চন্তপুর এলাকার মোহাম্মদ আবুল হোসেন শনিবার (৬ এপ্রিল) রাত ২ টায় তার পিকাপ টি তার নিজ বাড়ির ঘরের সামনে রাখে।

সকাল সাড়ে ৬ টায় ঘর হতে বের হয়ে দেখে পিকআপটি নেই। পিকআপের সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

গাড়ির মালিক আবুল হোসেন জানান, তিনি নয় লক্ষ ৫০ হাজার টাকা দিয়ে গাড়িটি ক্রয় করেন। এ গাড়িযোগে বিভিন্ন স্কুলের মালামাল সরবরাহ করে তিনি জীবিকা নির্বাহ করতেন তিনি। গাড়িটি চুরি হওয়ায় তিনি এক প্রকার নিঃস্ব হয়ে গেছেন।

তিনি প্রশাসনের নিকট আবেদন জানান তার পিকাপ টি খুঁজে পেতে যেন সহযোগিতা করেন। ব্যবহৃত হলুদ রংয়ের টাটা কোম্পানীর EX2 পিকআপ গাড়ী যাহার রেজিঃ নং-কুমিল্লা-ন-11-0808, Chasis No-445235J5R300902, Engine No-2751D105HRYSC6580,

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

You cannot copy content of this page