১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের রুবি জয়ন্তী উপলক্ষে ৯৭ ব্যাচের আলোচনা ও রেজিস্ট্রেশন দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ

কুমিল্লা জেলা ডিবি পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই

  • তারিখ : ১২:৩৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
  • 32

নিউজ ডেস্ক।।
কুমিল্লার নাঙ্গলকোট থানার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার মামলার দুই আসামিকে চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে গ্রেপ্তারে বৃহস্পতিবার রাতে অভিযান চালায় কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় স্থানীয়রা ডিবি পুলিশের ওপর হামলা চালালে আসামিরা পালিয়ে যায়। তাদের বহনকারী গাড়িও ভাঙচুর করা হয়েছে।

বৃহস্পতিবার রাত দশটার দিকে চট্টগ্রামের পাহাড়তলী থানার সাগরিকা বিটাক এলাকায় এই ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া আসামিরা হলেন— মোহাম্মদ রফিক ও মোহাম্মদ আজাদ।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, দুই আসামিকে ধরতে কুমিল্লা ডিবি পুলিশের একটি দল চট্টগ্রাম শহরে আসে। প্রথমে তাঁরা নির্বাচনী সহিংসতা মামলার একজন আসামিকে গ্রেপ্তার করে। অপর আসামিকে গ্রেপ্তার করতে সাগরিকা বিটাক এলাকায় যায় গোয়েন্দা দলটি। ওই আসামি ছিলেন স্থানীয় দোকানি। তাকে গ্রেপ্তারের পর স্থানীয় ব্যবসায়ী ও লোকজন ডিবি পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। এ অবস্থায় গ্রেপ্তার করা দুই আসামি পালিয়ে যায়।

মুস্তাফিজুর রহমান বলেন, হামলায় ডিবি পুলিশের এক সদস্য আহত হয়েছেন। বিষয়টি পাহাড়তলী থানা পুলিশকে জানানোর পর পলাতক আসামিদের গ্রেপ্তার অভিযান শুরু হয়। রাত একটার দিকেও পালিয়ে যাওয়া দুই আসামিকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন তিনি।

error: Content is protected !!

কুমিল্লা জেলা ডিবি পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই

তারিখ : ১২:৩৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২

নিউজ ডেস্ক।।
কুমিল্লার নাঙ্গলকোট থানার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার মামলার দুই আসামিকে চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে গ্রেপ্তারে বৃহস্পতিবার রাতে অভিযান চালায় কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় স্থানীয়রা ডিবি পুলিশের ওপর হামলা চালালে আসামিরা পালিয়ে যায়। তাদের বহনকারী গাড়িও ভাঙচুর করা হয়েছে।

বৃহস্পতিবার রাত দশটার দিকে চট্টগ্রামের পাহাড়তলী থানার সাগরিকা বিটাক এলাকায় এই ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া আসামিরা হলেন— মোহাম্মদ রফিক ও মোহাম্মদ আজাদ।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, দুই আসামিকে ধরতে কুমিল্লা ডিবি পুলিশের একটি দল চট্টগ্রাম শহরে আসে। প্রথমে তাঁরা নির্বাচনী সহিংসতা মামলার একজন আসামিকে গ্রেপ্তার করে। অপর আসামিকে গ্রেপ্তার করতে সাগরিকা বিটাক এলাকায় যায় গোয়েন্দা দলটি। ওই আসামি ছিলেন স্থানীয় দোকানি। তাকে গ্রেপ্তারের পর স্থানীয় ব্যবসায়ী ও লোকজন ডিবি পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। এ অবস্থায় গ্রেপ্তার করা দুই আসামি পালিয়ে যায়।

মুস্তাফিজুর রহমান বলেন, হামলায় ডিবি পুলিশের এক সদস্য আহত হয়েছেন। বিষয়টি পাহাড়তলী থানা পুলিশকে জানানোর পর পলাতক আসামিদের গ্রেপ্তার অভিযান শুরু হয়। রাত একটার দিকেও পালিয়ে যাওয়া দুই আসামিকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন তিনি।