০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বৃদ্ধি শিক্ষক সিন্ডিকেটের অপতৎপরতায় ফের অস্থিরতায় কুমিল্লা মডার্ণ হাই স্কুল তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সাথে কুবির শিক্ষক–শিক্ষার্থী বিনিময় চুক্তি, নেই টিউশন ফি বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী সমন্বয় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান জীবনের বাকি সময়টা কুমিল্লা-৬ আসনের নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই -হাজী ইয়াছিন বুড়িচংয়ে যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ; আটক ২ কুবির দত্ত হলে প্রথমবারের মতো আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন সংবাদ প্রকাশে নির্ভীক কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগ

কুমিল্লা জেলা ডিবি পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই

  • তারিখ : ১২:৩৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
  • 48

নিউজ ডেস্ক।।
কুমিল্লার নাঙ্গলকোট থানার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার মামলার দুই আসামিকে চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে গ্রেপ্তারে বৃহস্পতিবার রাতে অভিযান চালায় কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় স্থানীয়রা ডিবি পুলিশের ওপর হামলা চালালে আসামিরা পালিয়ে যায়। তাদের বহনকারী গাড়িও ভাঙচুর করা হয়েছে।

বৃহস্পতিবার রাত দশটার দিকে চট্টগ্রামের পাহাড়তলী থানার সাগরিকা বিটাক এলাকায় এই ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া আসামিরা হলেন— মোহাম্মদ রফিক ও মোহাম্মদ আজাদ।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, দুই আসামিকে ধরতে কুমিল্লা ডিবি পুলিশের একটি দল চট্টগ্রাম শহরে আসে। প্রথমে তাঁরা নির্বাচনী সহিংসতা মামলার একজন আসামিকে গ্রেপ্তার করে। অপর আসামিকে গ্রেপ্তার করতে সাগরিকা বিটাক এলাকায় যায় গোয়েন্দা দলটি। ওই আসামি ছিলেন স্থানীয় দোকানি। তাকে গ্রেপ্তারের পর স্থানীয় ব্যবসায়ী ও লোকজন ডিবি পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। এ অবস্থায় গ্রেপ্তার করা দুই আসামি পালিয়ে যায়।

মুস্তাফিজুর রহমান বলেন, হামলায় ডিবি পুলিশের এক সদস্য আহত হয়েছেন। বিষয়টি পাহাড়তলী থানা পুলিশকে জানানোর পর পলাতক আসামিদের গ্রেপ্তার অভিযান শুরু হয়। রাত একটার দিকেও পালিয়ে যাওয়া দুই আসামিকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন তিনি।

error: Content is protected !!

কুমিল্লা জেলা ডিবি পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই

তারিখ : ১২:৩৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২

নিউজ ডেস্ক।।
কুমিল্লার নাঙ্গলকোট থানার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার মামলার দুই আসামিকে চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে গ্রেপ্তারে বৃহস্পতিবার রাতে অভিযান চালায় কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় স্থানীয়রা ডিবি পুলিশের ওপর হামলা চালালে আসামিরা পালিয়ে যায়। তাদের বহনকারী গাড়িও ভাঙচুর করা হয়েছে।

বৃহস্পতিবার রাত দশটার দিকে চট্টগ্রামের পাহাড়তলী থানার সাগরিকা বিটাক এলাকায় এই ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া আসামিরা হলেন— মোহাম্মদ রফিক ও মোহাম্মদ আজাদ।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, দুই আসামিকে ধরতে কুমিল্লা ডিবি পুলিশের একটি দল চট্টগ্রাম শহরে আসে। প্রথমে তাঁরা নির্বাচনী সহিংসতা মামলার একজন আসামিকে গ্রেপ্তার করে। অপর আসামিকে গ্রেপ্তার করতে সাগরিকা বিটাক এলাকায় যায় গোয়েন্দা দলটি। ওই আসামি ছিলেন স্থানীয় দোকানি। তাকে গ্রেপ্তারের পর স্থানীয় ব্যবসায়ী ও লোকজন ডিবি পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। এ অবস্থায় গ্রেপ্তার করা দুই আসামি পালিয়ে যায়।

মুস্তাফিজুর রহমান বলেন, হামলায় ডিবি পুলিশের এক সদস্য আহত হয়েছেন। বিষয়টি পাহাড়তলী থানা পুলিশকে জানানোর পর পলাতক আসামিদের গ্রেপ্তার অভিযান শুরু হয়। রাত একটার দিকেও পালিয়ে যাওয়া দুই আসামিকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন তিনি।