কুমিল্লা জেলা শিল্পকলায় শিশুদের নিয়ে প্রধানমন্ত্রী’র জন্মদিন উদযাপন

আলমগীর হোসেন।।
শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২৩ বিকেলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা শিল্পকলা একাডেমি, কুমিল্লা।

অনুষ্ঠানের প্রারম্ভে আনন্দ শোভাযাত্রা পশ্চাতে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে শতাধিক শিল্পী অংশ নেয় এবং শিশুদের নিয়ে কেক কাটেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাবিরুল ইসলাম খান।

জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বশীর উল আনোয়ার,বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. আলী হোসেন চৌধুরী, বিশিষ্ট আবৃত্তি শিল্পী বদরুল হুদা জেনু, নাট্যজন শাহজাহান চৌধুরী, বিশিষ্ট লেখক প্রফেসর ড. মনিরুজ্জামান, কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ, নজরুল পরিষদের সাধারণ সম্পাদক অশোক বড়ুয়া, সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, সংগঠক তপন সেনগুপ্ত, শিল্পী একরামুল হক, নৃত্যশিল্পী জাহিদুর রহমান মামুন, প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পী মাহতাব সোহেল

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page