কুমিল্লা নগরীতে দিনের বেলা ছুরিকাঘাতে কিশোর হত্যা

নেকবর হোসেন।।
কুমিল্লা নগরীতে দিনের বেলা এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নগরীর টিক্কারচর কবরস্থানের পাশে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ১৮ বছর বয়সী মো. হৃদয়ের বাড়ি সংরাইশ এলাকার গোজুদ্দার বাড়িতে।

স্থানীয় লোকজন জানান, কয়েকদিন আগে সুজানগরের রাজিব মিয়ার সঙ্গে হৃদয়ের কথা-কাটাকাটি হয়। এর জেরে হৃদয় বুধবার সকালে বাড়ি থেকে বের হলে রাজিব তার পিছু নেন।

পরে টিক্কারচর কবরস্থানের পাশে তার পেটে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম বলেন, আমরা রাজিব নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার বিষয়টি শুনিয়েছি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। আমরা মরদেহ উদ্ধার করে থানায় এনেছি। এখনও কোনো মামলা হয়নি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page