কুমিল্লা নিউ মার্কেটের ডায়না ও ইমানিয়া বেকারিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

জহিরুল হক বাবু।।
কুমিল্লা নগরীর নিউমার্কেটে অবস্থিত ডায়না ও ইমানিয়া বেকারিকে বিএসটিআই, কুমিল্লা ও জেলা প্রশাসন, কুমিল্লা এর যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৮ জুলাই) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেহেদি হাসান খান শাওন এর নেতৃত্বে পরিচালিত হয়।

অভিযানে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে বিস্কুট, ব্রেড, চানাচুর ও বাদাম পণ্য প্রস্তুত, মোড়কজাত ও বাজারজাত করায় ”ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮” এর ৪১ ধারায় ডায়না বেকারিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এবং একই ধারায় মেসার্স ইমানিয়া বেকারিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেট্রোলজি) এবং সার্বিক সহযোগিতা করেন মো: ইকবাল আহম্মদ, ফিল্ড অফিসার (সিএম) এবং কাজী মো: শাহান, ফিল্ড অফিসার (সিএম)।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page