কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাঁচটি অনুষদে নতুন ডিন নিয়োগ দেয়া হয়েছে৷ বৃহস্পতিবার (১৪ মার্চ) সিন্ডিকেটের ৯১ তম জরুরি সভা শেষে এক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্যাহ , কলা ও মানবিক অনুষদের ডিন হিসেবে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. বনানী বিশ্বাস, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন, বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন সহযোগী অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ এবং প্রকৌশল অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুর রহমান।

এছাড়া সিন্ডিকেট সদস্য হিসেবে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্লাহ ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. বনানী বিশ্বাস।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page